ভেটকি মাছের কাটলেট(Bhetki macher cutlet recipe in Bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

#ebook2
বাঙালির প্রিয় উৎসব গুলিতে গুরুত্বপূর্ণ অংশ পেটপুজো।তাই আপনার খাদ‍্যসঙ্গি হতে পারে মুখরোচক রেসিপি।আর তাতে স্ন‍্যাক্স হিসেবে কাটলেট থাকবে না তাই আবার হয় নাকি?চলুন ঢুকে পড়ি কাটলেট ইন টোয়েন্টি-টোয়েন্টিতে।

ভেটকি মাছের কাটলেট(Bhetki macher cutlet recipe in Bengali)

#ebook2
বাঙালির প্রিয় উৎসব গুলিতে গুরুত্বপূর্ণ অংশ পেটপুজো।তাই আপনার খাদ‍্যসঙ্গি হতে পারে মুখরোচক রেসিপি।আর তাতে স্ন‍্যাক্স হিসেবে কাটলেট থাকবে না তাই আবার হয় নাকি?চলুন ঢুকে পড়ি কাটলেট ইন টোয়েন্টি-টোয়েন্টিতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০ মিনিট
২ থেকে ৪,৫জন
  1. পিসভেটকি মাছের পাতলা
  2. ১ টা বড়ো পেঁয়াজ
  3. ৬-৭ টা রসুন কোয়া
  4. ২"আদা
  5. ৬-৭ টা কাঁচালঙ্কা
  6. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  7. ১ চা চামচ স্বাদ মতো নুন
  8. ১ কাপ বিস্কুট গুরো
  9. ১/২ কাপ ময়দা
  10. ২ টো ডিম
  11. প্রয়োজন মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৬০ মিনিট
  1. 1

    মাছের পিস গুলো ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে মেখে রেখে ছিলাম ১৫ মিনিট।

  2. 2

    পিয়াজ,আদা,লঙ্কা,রসুন সব একসঙ্গে বেটে নিয়েছি ও মাছে বাটা মশলা,গরম মশলা, নুন দিয়ে ৩০ মিনিট মাছ ম‍্যারিনেট করে রেখে ছিলাম।

  3. 3

    ৩০ মিনিট পর একটা থালায় বিস্কুটের গুরোর সঙ্গে ২,৩ চামচ ময়দা,সামান্র লবণ দিয়ে মিসিয়ে নিয়েছি আর কিছুটা শুধু ময়দা নিয়েছি।একটা বোলে ২ টো ডিম ভেঙে সামান‍্য নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি।

  4. 4

    ম‍‍্যারিনেট করা মাছ একটা করে নিয়ে প্রথেমে শুধু ময়দাতে কোট করেছি তারপর ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুরোতে কোট করেছি।সবগুলো কোট করা হয়ে গেলে,১৫ মিনিট ফ্রিজে রেখেছি।ফ্রিজ থেকে বেড় করে কড়ায়ে বেশিকরে তেল গরম করে ডুবো তেলে ভেজে তুলেছি।

  5. 5

    এবার সস কাসুন্দি স‍্যালাট এর সঙ্গে পরিবেশন করুন।

  6. 6

    কাটলেট,কবিরাজির মতো মুখোরোচক খাবার কার না ভালো লাগে।যে কোনও ভাজাভুজি খেতে বাঙালি বিশেষ পারদর্শী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

মন্তব্যগুলি (3)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Baah khub sundor hoyeche..
Chaliye jao..Amio kichu notun try korechi parle dekhe comment dio..👍

Similar Recipes