রাঙা আলুর পান্তুয়া(ranga aalur pantua recipe in Bengali)

Nabanita Mondal Chatterjee
Nabanita Mondal Chatterjee @cook_nabanita
Amta, Howrah

#মিষ্টি
এই পরিস্থিতিতে প্রায় দিনই দোকানপাট বন্ধ থাকে। বাঙালি মিষ্টি প্রিয় তাই বাড়িতেই মিষ্টি বানানোর চেষ্টা করলাম।

রাঙা আলুর পান্তুয়া(ranga aalur pantua recipe in Bengali)

#মিষ্টি
এই পরিস্থিতিতে প্রায় দিনই দোকানপাট বন্ধ থাকে। বাঙালি মিষ্টি প্রিয় তাই বাড়িতেই মিষ্টি বানানোর চেষ্টা করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
১২জন
  1. ৫০০ গ্রাম রাঙা আলু
  2. ১ কাপ গুঁড়ো দুধ
  3. ১/২ কাপ ময়দা
  4. ২ কাপ চিনি
  5. ২ কাপ জল
  6. ৮-১০ টি ছোট এলাচ
  7. ১/৪ চা চামচ খাবার সোডা
  8. ১/২ কাপ নকুলদানা
  9. ১/২ লিটার সাদা তেল অথবা ডালডা ঘি

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে রাঙা আলু গুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন। তারপর জল ঝরিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে চটকে মেখে রাখুন। যাতে কোন দানা না থাকে।

  2. 2

    এবার একটা পাত্রে ২ কাপ চিনি ২ কাপ জল দিয়ে চার পাঁচটা ছোট এলাচ দিয়ে রস তৈরি করে নিন।কিছুটা রস পাতলা রাখবেন কিছুটা রস ঘন করে রাখবেন।

  3. 3

    এবার রাঙা আলুর মধ্যে আমূল দুধ ও ময়দা মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নিন। বাকি ছোট এলাচের দানা ওই মিশ্রণের সাথে মাখিয়ে নিন।

  4. 4

    এবার হাতের মধ্যে ঘি লাগিয়ে ঐ ডো থেকে একটু করে লেচি নিন। একটা করে নকুলদানা মাঝে দিয়ে গোল করে নিন। নিজের ইচ্ছামত আকারে সবগুলো করে নিন।

  5. 5

    এবার কড়াইতে সাদা তেল অথবা দালদা ঘি গরম হতে দিন। ভালোভাবে তেল গরম হয়ে গেলে কম আছে পান্তুয়া গুলো ভাল করে ভেজে নিন।

  6. 6

    ভাজা পান্তুয়া গুলো গরম পাতলা রসে প্রথমে দিয়ে 10 মিনিট ঢোকার জন্য অপেক্ষা করুন।তারপর পাতলা রস থেকে তুলে চিনির রসে ডুবিয়ে দিন।

  7. 7

    পাতলা রসে রাখলে কিন্তু পান্তুয়া গুলো কেটে যাবে তাই ঘন রসে দেওয়াটা জরুরি।

  8. 8

    এবার নিজের ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Mondal Chatterjee
Amta, Howrah

Similar Recipes