লবঙ্গ লতিকা(Labangalatika recipe in Bengali)

Saswati Majumdar
Saswati Majumdar @cook_22811519

#মিষ্টি
এই মিষ্টি টি আমার পরিবারের খুব প্রিয় একটি রেসিপি।বানানো ও সহজ তাই প্রায়ই এটি করে থাকি।

লবঙ্গ লতিকা(Labangalatika recipe in Bengali)

#মিষ্টি
এই মিষ্টি টি আমার পরিবারের খুব প্রিয় একটি রেসিপি।বানানো ও সহজ তাই প্রায়ই এটি করে থাকি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
  1. ২০০গ্রাম ময়দা
  2. ১/৪চা চামচ বেকিং পাউডার
  3. ১০০গ্রাম ফুল ক্রিম দুধের ক্ষীর
  4. ১টেবিল চামচ কাজুবাদাম গুঁড়ো
  5. ১/২চা চামচ জায়ফল গুঁড়ো
  6. ৫০গ্রাম ঘি
  7. ১কাপ চিনি
  8. ২০০মিলি সাদা তেল
  9. পরিমাণ মতোলবঙ্গ কয়েকটি গাঁথার জন্য,কয়েকটি সাজানোর জন্য
  10. প্রয়োজন অনুযায়ীগোটা কাজু কয়েকটি সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    ময়দা বেকিং পাউডার,ঘি,ও গরম জল দিয়ে মাখতে হবে।নরম একটি ডো তৈরি করে ১/২ঘন্টা রেখে দিতে হবে।সেই ফাঁকে জায়ফল গুঁড়ো,ক্ষীর, কাজুবাদাম গুঁড়ো ও কিছুটা চিনি পরিমাণমত দিয়ে কড়া তে কম আঁচে পাক দিতে হবে।ততক্ষণ যতক্ষণ না মিশ্রণ টা কড়া থেকে উঠে আসে।

  2. 2

    এবার চিনির রস তৈরি করে নিতে হবে।ময়দা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে বেলে তার মধ্যে ক্ষীরের পুর অল্প অল্প নিয়ে ভরে খামের মতো ভাজ করে একটি লবঙ্গ গুঁজে দিতে হবে।

  3. 3

    এবার কড়া তে সাদা তেল ও অল্প ঘি গরম করে তাতে লাল লাল করে ভেজে তুলে নিয়ে চিনির রসে ভিজিয়ে রাখতে হবে।যদি ভাজা গরম হয় তবে চিনির রস ঠান্ডা হতে হবে।আর যদি রস গরম হয় তবে ভাজা ঠান্ডা হতে হবে।তবেই রস ভালো করে ভেতরে ঢুকবে।হয়ে গেলে মিষ্টি ভালোবাসা দিয়ে লবঙ্গ লতিকা পরিবেশন করতে হবে অল্প লবঙ্গ ও কাজু সাজিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saswati Majumdar
Saswati Majumdar @cook_22811519

Similar Recipes