রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

তিনজন
  1. ৮টা পটল
  2. 100 গ্রামচিংড়ি মাছ
  3. 1টাআলু টুকরো করে কেটে নেওয়া
  4. 1 টেবিল চামচ ধনে, জিরা বাটা
  5. 1 টা বঢ়পেঁয়াজ(অর্ধেক পেস্ট করা, অর্ধেক কুচি করা)
  6. 1টাকাঁচা লঙ্কা, চারটে শুকনো লঙ্কা, চারটে গোলমরিচ সববেটে নেওয়া
  7. 1টা তেজপাতা
  8. 1/2চা চামচগোটা জিরা
  9. 1টা ছোট টমেটো কুচি করা
  10. 1/2 চা চামচ আদা বাটা
  11. 1/2চা চামচরসুন বাটা
  12. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  13. 1/2চা চামচ গোটা গরম মসলা বেটে নেওয়া
  14. স্বাদমতোলবণ
  15. পরিমাণ মতভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পটল ভালো করে তিন দিক থেকে ছুলে দু টুকরো করতে হবে. আলু গুলো কেটে নিতে হবে. সব ভালো করে ধুয়ে নিতে হবে. চিংড়ি মাছ গুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে. এবার নুন হলুদ মাখিয়ে নিতে হবে.

  2. 2

    অর্ধেক পেঁয়াজ কুচি নিতে হবে. আর অর্ধেক পেঁয়াজ বেটে নিতে হবে.আদা বাটা,রসুন বাটা,পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরা ধনে সব বাটা একসাথে মিশিয়ে নিতে হবে. এর সঙ্গে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে.

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছ গুলোকে ভাল করে ভেজে তুলে নিতে হবে. এরপরে আলু পটল গুলোকে লাল লাল করে ভেজে তুলে দিতে হবে.

  4. 4

    কড়াইতে তিন চামচ এর মতো তেল দিয়ে গোটা জিরা,তেজপাতা ফোড়ন দিতে হবে. এরপর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে, বাটা মশলা দিয়ে দিতে হবে. মশলা ভাল করে নাড়তে হবে. 3 মিনিট নাড়ার পর টমেটো দিয়ে দিতে হবে. আরেকটু নাড়তে হবে. এরপরে ভাজা আলু পটল দিতে হবে.

  5. 5

    আলু পটলের সাথে মসলা ভালো করে ভাজা হয়ে গেলে দুকাপের মতো জল দিতে হবে. এবার ঢেকে দিতে হবে. ঝোল একটুখানি ফুটে উঠলে চিংড়ি মাছ গুলো দিতে হবে.আলু পটল সেদ্ধ হয়ে গেলে গা মাখামাখা হলে, গরম মসলা বাটা দিয়ে দিতে হবে. এক মিনিটের মতো রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে. এই অবস্থা একটু ঢেকে রাখতে হবে. এরপরে নামিয়ে পরিবেশন করতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rakhi Biswas
Rakhi Biswas @cook_22432548

Similar Recipes