নো ইস্ট নো ওভেন পিজ্জা (no yeast no oven pizza recipe in Bengali)

Asma Sk
Asma Sk @cook_17765864

#NoOvenBaking
পিজ্জা অসাধ্যকে সাধন করে ফেললাম বাড়িতে ইস্ট ছাড়া পিৎজা বানিয়ে, অসম্ভব ভালো খেতে হয়েছিল।কোনদিনও ভাবিনি' বাড়িতে দই দিয়ে মেখে পিৎজা বানাবো, বাচ্চারা খুব খুশি পিৎজা খেয়ে। এই রেসিপিটা শেয়ার করার জন্য নেহা ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই সকল কুক প্যাড এর সদস্যবৃন্দকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আগামী দিনে আরো রেসিপির জন্য অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সকলকে

নো ইস্ট নো ওভেন পিজ্জা (no yeast no oven pizza recipe in Bengali)

#NoOvenBaking
পিজ্জা অসাধ্যকে সাধন করে ফেললাম বাড়িতে ইস্ট ছাড়া পিৎজা বানিয়ে, অসম্ভব ভালো খেতে হয়েছিল।কোনদিনও ভাবিনি' বাড়িতে দই দিয়ে মেখে পিৎজা বানাবো, বাচ্চারা খুব খুশি পিৎজা খেয়ে। এই রেসিপিটা শেয়ার করার জন্য নেহা ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই সকল কুক প্যাড এর সদস্যবৃন্দকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আগামী দিনে আরো রেসিপির জন্য অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সকলকে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 1/2 কাপআটা
  2. 1/4 চা চামচবেকিং পাউডার
  3. 1/8 চা চামচবেকিং সোডা
  4. 1/4 কাপটক দই
  5. 1.5টেবিল চামচ তেল
  6. স্বাদমতোলবণ
  7. 2টোসবুজ লঙ্কা রিং করে কাটা
  8. 2টোলাল লঙ্কা রিং করে কাটা
  9. পরিমান মতোপেঁয়াজ কুচি,ক্যাপ্সিকাম, রেড বেলপেপার,ইয়েলো বেলপেপার।
  10. 1/2 কাপচীজ মোজারেলা চিজ আর প্রসেসড চিজ একসঙ্গে মিক্স করা।
  11. 1চা চামচ অরিগ্যানো
  12. 1টেবিল চামচ বাটার/মাখন
  13. 2টেবিল চামচ পিজ্জা সস
  14. স্বাদমতোচিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে একটি মিক্সিং বোলে আটা নিয়ে তারমধ্যে একে একে বেকিং পাওডার, বেকিং সোডা, নুন আর তেল দিয়ে ভালোকরে মিক্স করে নিতে হবে। এবার টক দই দিয়ে শুকনো উপকরণগুলি কে মেখে একটা নরম ডো বানিয়ে 10 থেকে15 মিনিট ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

  2. 2

    15 মিনিট পরে ডো টিকে আর একটু মেখে নিতে হবে। এবার ডো টিকে সমান দুই ভাগে ভাগ করে নিয়ে,একটা ভাগ একটু মোটা করে রুটির মত করে বেলে নিয়ে কাঁটা চামচ দিয়ে বেলে নেওয়া রুটির উপরে ফুটো করে নিতে হবে।

  3. 3

    এবার একটা কড়াই এ নিচে কিছুটা লবণ দিয়ে তার ওপরে একটা স্টিলের স্ট্যান্ড এর উপরে স্টিলের প্লেট বসিয়ে ফুল ফ্লেমে প্রিহিট করে নিতে হবে 7 থেকে 8 মিনিটের জন্য। এরপর স্টিলের প্লেটের উপর তেল ব্রাশ করে ঐ পিৎজা বেস টা রেখে ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে বেক করে নিতে হবে।

  4. 4

    10 মিনিট পর পিৎজা বেস নামিয়ে নিয়ে তার উপরে একটু মাখন লাগিয়ে ওপরে একটু পিৎজা সস লাগিয়ে নিতে হবে।

  5. 5

    টপিং এর জন্য আমি এখানে ইউজ করেছি পেঁয়াজ কুঁচি, ক্যাপ্সিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেলপেপার, সমস্ত উপকরণএকত্রে মিশিয়ে তার মধ্যে স্বাদমতো লবণ,গোলমরিচ গুঁড়ো,চিলি ফ্লেক্স,অরিগেনো মিশিয়ে পিৎজ বেশ এর উপরে সাজিয়ে দিতে হবে।

  6. 6

    এবার ওর ওপরে গ্রেট করা চীজ ছড়িয়ে দিয়ে আর লাললঙ্কার, সবুজলঙ্কা রিং সাজিয়ে দিতে হবে।এবার একটা ফ্রাই প্যান গরম করে ওতে ঐ পিৎজা টা বসিয়ে ঢাকা দিয়ে ততক্ষন মিডিয়াম আঁচে বসিয়ে রাখতে হবে যতক্ষন না চীজ মেল্ট হয়ে যায়।

  7. 7

    চীজ মেল্ট হয়ে গেলে ঢাকনা খুলে কিছুক্ষণ তাওয়া তে রেখে দিতে হবে ।ক্রিস্পি হওয়ার জন্য। ক্রিসপি হয়ে গেলে তারপর নামিয়ে নিয়ে পছন্দ মত পিস করে কেটে গরম গরম পরিবেশন করতে হবে

  8. 8

    অসাধারণ রেসিপি, খুব ভালো লাগলো রেসিপিটা শিখে। এই রেসিপিটা জানানোর জন্য সেফ নেহাকে আর কুকপ্যাড এর সকল সদস্যবৃন্দকে অনেক অনেক অনেক ধন্যবাদ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Asma Sk
Asma Sk @cook_17765864

Similar Recipes