নো ইস্ট পিজ্জা(no yeast pizza recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#NoOvenBaking
শেফ নেহার চারটি সিরিজের প্রথম এটি-নো ইস্ট পিজ্জা।তাঁকে অনুসরণ করেই আমিও আজ বানিয়ে ফেলেছি এই পিজ্জা ঘরে থাকা উপকরণ দিয়েই।এটি বানানো যেমন সহজ, তেমনই চটপট হয়ে যায়।খেতেও সুস্বাদু😋তাই আর দেরি কেন!!বানিয়ে ফেলা যাক....

নো ইস্ট পিজ্জা(no yeast pizza recipe in Bengali)

#NoOvenBaking
শেফ নেহার চারটি সিরিজের প্রথম এটি-নো ইস্ট পিজ্জা।তাঁকে অনুসরণ করেই আমিও আজ বানিয়ে ফেলেছি এই পিজ্জা ঘরে থাকা উপকরণ দিয়েই।এটি বানানো যেমন সহজ, তেমনই চটপট হয়ে যায়।খেতেও সুস্বাদু😋তাই আর দেরি কেন!!বানিয়ে ফেলা যাক....

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫মিনিট
২জন
  1. পিজ্জা বেস:-
  2. ১/২কাপ আটা
  3. ১/৪চা চামচ বেকিং পাউডার
  4. ১/৮চা চামচ বেকিং সোডা
  5. স্বাদ অনুযায়ী নুন(১/৬চামচ)
  6. ২চা চামচ রিফাইন্ড অয়েল
  7. ৫চা চামচ টকদই
  8. পিৎজা সস:-(আমার ইচ্ছেয়)
  9. ২চা চামচ টমেটো ম্যাগি সস
  10. ২চা চামচ চিলি-গার্লিক সস
  11. ১চা চামচ রেড চিলি সস
  12. ১চা চামচ সোয়া সস
  13. টপিং এর জন্য:-
  14. ১চা চামচ বাটার
  15. ১টা ছোট ক্যাপ্সিকাম লম্বা করে কাটা
  16. ১টা ছোট পেয়াঁজ একই আকারে কাটা
  17. ৪টি কাঁচালঙ্কা কুচি
  18. ১/৩ চা চামচচিলি ফ্লেক্স
  19. ১/২ চা চামচ অরিগানো
  20. প্রয়োজন অনুযায়ীগ্রেট করা দু ধরণের মোজারেলা চিজ
  21. ১টেবিলচামচ সুইটকর্ন
  22. স্বাদমতোসামান্য নুন
  23. প্রয়োজন মতপ্যান ব্রাশ করার তেল
  24. ২কাপ নুন বেক করার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৩৫মিনিট
  1. 1

    আটাতে বেকিং পাউডার, বেকিং সোডা, নুন মিশিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে একটু ময়ানের মতো করে ভরিয়ে নিতে হবে।তারপর টকদই দিয়ে মেখে একটা নরম ডো বানাতে হবে।জলের কোনো ব্যবহার হবে না।একটা ভিজে কাপড় চিপে তা দিয়ে এইভাবে ১৫ মিনিট ঢেকে রেখে দিতে হবে।

  2. 2

    এরপর ঢাকা খুলে এর থেকে দুটো লেচি কেটে তাকে পাকিয়ে গোল করে নেব ও রুটির মতো করে আটা ছড়িয়ে বেলে নেব।এটা নিজের ইচ্ছে অনুযায়ী পুরু বা পাতলা করা যাবে।উপর দিয়ে কাটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নেব ।

  3. 3

    গ্যাসে বসিয়ে দেব নুন দেওয়া একটা পুরনো কড়াই,যার তলা পুরু।তার উপর একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে বেকিং করা যাবে এমন একটা স্টিলের থালা বসিয়ে দেব।ফুল ফ্লেমে ঢেকে এবারে এই নুন গরম হতে দেব।এটা হচ্ছে প্রি-হিট ।

  4. 4

    গরম হলে মাঝারি ফ্লেমে বেকিং থালার গায়ে তেল ব্রাশ করে একটা পিজ্জার রুটি দিয়ে দিতে হবে।এবারে ঢেকে হতে দিতে হবে তেরো মিনিটের মতো।হয়ে গেলে নামিয়ে নিয়ে আরেকটা এভাবেই বেক করে নিতে হবে।হল পিজ্জার বেস তৈরি।

  5. 5

    পিজ্জার বেসের উপরে বাটার লাগিয়ে তার উপরে পিৎজা সস মাখিয়ে নিতে হবে।এর উপরে একে একে নিজের ইচ্ছেমতো টপিং সাজিয়ে মোজারেলা চিজ দিয়ে ভরিয়ে দিতে হবে ও একটু নুন ছড়িয়ে দিতে হবে।অবশ্যই অরিগানো ও চিলি-ফ্লেক্স থাকবে।

  6. 6

    এবারে ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে এই সব কিছু দিয়ে সাজানো পিজ্জা বেসের একটা দিয়ে ঢাকা চাপা দিতে হবে।পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এর মোজারেলা চিজ গলতে শুরু করবে।সবটা গলে গেলে এবারে এটাকে তুলে নিতে হবে।ব্যস.... আমাদের পিজ্জা রেডি।

  7. 7

    পিজ্জা কাটার বা ছুরি দিয়ে কেটে এবারে একে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes