দই ইলিশ (Doi illish recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#ebook2
#1বাংলা নববর্ষ
ইলিশ মাছ বাঙালির কাছে খুব জনপ্রিয় রেসিপি। নববর্ষের মেনুতে রাখা যেতে পারে।

দই ইলিশ (Doi illish recipe in Bengali)

#ebook2
#1বাংলা নববর্ষ
ইলিশ মাছ বাঙালির কাছে খুব জনপ্রিয় রেসিপি। নববর্ষের মেনুতে রাখা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জনের জন্য
  1. 6টুকরো ইলিশ মাছ
  2. 100গ্ৰাম টক দই
  3. 1টি মাঝারি আকারের পিঁয়াজ কুচি
  4. 4কোয়া রসুন থেঁতো
  5. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  6. 4-5টি কাচা লঙ্কা কুচি
  7. 1/4 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  8. 1/2 চা চামচকালো সরষে বাটা
  9. 1/2 চা চামচসাদা সরষে বাটা
  10. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  11. 1 চা চামচসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ইলিশ মাছ গুলি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। সব সরঞ্জাম গুলি এক জায়গায় করে নিতে হবে।

  2. 2

    এবার একটি প্রেসার কুকারে, মাছগুলো দিয়ে একশো গ্ৰাম টক দই, চার-পাঁচটি কাচা লঙ্কা,কোয়ার্টার চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, চার কোয়া রসুন থেতো, হাপ চা চামচ সাদা সরষে বাটা, হাপ চা চামচ কালো সরষে বাটা, হাপ চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ সরষের তেল ও স্বাদমতো নুন ও চিনি এবং চারটি চেরা কাচা লঙ্কা দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়ে কুকারে ঢাকা দিয়ে গ্যাসে কম আঁচ করে দুটি সিটি দিয়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    এবার একটি পাত্রে ঢেলে নিয়ে, পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

Similar Recipes