মুগডালের খিচুড়ি (Mug daler khichudi recipe in bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

#monsoon2020
বর্ষাকালে মানেই খিচুড়ি আর ভাজি দারুন জমে.. বৃষ্টি পড়ছে গরম গরম খিচুড়ির থাল সামনে আহা.. এটা আমি গোবিন্দভোগ চাল ও মুগ ডাল দিয়ে বানিয়েছি।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জনের জন্য
  1. 1 গ্লাসগোবিন্দভোগ চাল
  2. 1 গ্লাসমুগডাল
  3. 1 চা চামচজিরে গুঁড়ো
  4. 1 চা চামচধনে গুঁড়ো
  5. 1/2 চা চামচলঙ্কার গুঁড়ো
  6. 1ইঞ্চি"আদা
  7. 7-8টা কাঁচালংকা
  8. 3-4টে গোটা শুকানো লঙ্কা
  9. 2-3টে তেজপাতা
  10. 1 চা চামচগোটা জিরে
  11. প্রয়োজন মতো সর্ষের তেল
  12. প্রয়োজন মতো ঘি
  13. স্বাদ মতো নুন
  14. 1/2 চা চামচপ্রয়োজন মতো হলুদ
  15. প্রয়োজন মতো জল
  16. প্রয়োজন মতো ভাজার জন্যআলু,বেগুন,কাঁকড়ল,কুমড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে চাল ও ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাস এ একটা পাত্র বসিয়ে নুন ও জল দিয়ে চাল ও ডাল গুলি দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। একটু পর পর নাড়তে হবে।

  2. 2

    অর্ধেক সেদ্ধ হলে এতে জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে নেড়ে নিয়েছি।

  3. 3

    আদা ও কাঁচালংকা গুলি ভালো করে ধুয়ে থেতু করে নিয়েছি।

  4. 4

    চাল ও ডাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস এ কড়াই বসিয়ে গরম হলে তেল দিয়ে তেসপাতা,শুকনালঙ্কা ও গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে ভাজা গন্ধ উঠলে থেতু করা আদা ও কাঁচালংকা দিয়ে ভেজে সেদ্ধ করা খিচুড়ির উপরে ঢেলে দিয়েছি।

  5. 5

    তারপর মিক্স করে দিয়ে একটু ফোটে উঠলে গ্যাস অফ করে ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিট।

  6. 6

    সব্জি গুলি কেটে ভালো করে ধুয়ে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নিয়ে খিচুড়ির সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes