ক্যারামেল পুডিং (cerammel pudding recipe in bengali)

Papiya Ray
Papiya Ray @cook_19491722

#ebook2
নববর্ষে আমরা সবাই নতুন কিছু খেতে পছন্দ করি।আর এই দিনে বাচ্চা দের আনন্দ টা ও তো কম নয় সেই জন্য বনিয়ছি কেরামেল পুডিং কেক।

ক্যারামেল পুডিং (cerammel pudding recipe in bengali)

#ebook2
নববর্ষে আমরা সবাই নতুন কিছু খেতে পছন্দ করি।আর এই দিনে বাচ্চা দের আনন্দ টা ও তো কম নয় সেই জন্য বনিয়ছি কেরামেল পুডিং কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
2জন
  1. 500মিলি .লিদুধ
  2. 1 কাপচিনি গুঁড়ো
  3. 3টে ডিম
  4. 1/2 কাপচিনি
  5. 1 চা চামচভ্যানিলা এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    দুধ টা কে ভালো করে কয়েক বার ফুটিয়ে ঘন করে নিয়ে ঠান্ডা করে রেখেছি।

  2. 2

    1টা পাত্রে ডিম ও চিনির পাওডাড় আর ভেনিলা এসেন্স মিশিয়ে ভালো করে বিট করে নিয়েছি।

  3. 3

    গ্যাসে 1টা পাত্র বসিয়ে তার মধ্যে চিনি ও 2চামচ জল দিয়েছি কেরামেল বানানোর জন্য।

  4. 4

    দুধের সাথে বিট করে রাখা ডিম টা কে মিশিয়ে নিয়েছি। যে পাত্রের মধ্যে পুডিং টা বসাব তার মধ্যে কেরামেল টা ভালো করে ছড়িয়ে দিয়েছি।একটু ঠান্ডা হলে দদুধের মিশ্রণ টা কে 1টা ছাকনি দিয়ে ছেকে ডেলে দিতে হবে।ছাকতে হবে কারন যাতে কোনো লাম্প না থাকে।

  5. 5

    গ্যাসে 1টা বড় ডিপ পাত্রে 1টা রুমাল বা ঐ ধরনের কিছু ভাজ করে রেখে জল দিয়ে গরম বসতে হবে।দুধের মিশ্রণের পাত্র টা কে ভালো করে ফয়েল পেপার দিয়ে আটকে ডাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে ও জলের ওপর বসিয়ে দিতে হবে।আমি নিচে 1টা রুমাল রেখেছি কারন যাতে ওপরের পাত্র টা নড়াচড়া করতে না পারে।40মিনিট মিডিয়াম আচে রেখে দিতে হবে।40মিনিট পর 1টা কাঠি দিয়ে দেখতে হবে ভেতর টা কাচা আছে কিনা। কাঠি তে কিছু না লাগলে বোঝা যাবে যে পুডিং রেডি।ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখতে হবে 3-4 ঘন্টা ।।তার পর পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Ray
Papiya Ray @cook_19491722

Similar Recipes