রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামমুরগীর মাংস
  2. 200 গ্রামবাসমতি চাল
  3. 2 টিবড় আকারের আলু অর্ধেক করে কাটা
  4. 3-4 টিডিম সেদ্ধ
  5. 2 টিমাঝারি আকারের পেঁয়াজ
  6. 4 টেবিলচামচআদা-রসুন বাটা
  7. 100 গ্রামটকদই
  8. 1 টেবিলচামচকাশ্মীরী লংকা গুঁড়ো
  9. 1 চা চামচহলুদ
  10. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  11. 1 টেবিলচামচগরমমশলা গুঁড়ো
  12. 1 টেবিলচামচকেওড়াজল
  13. 1 টেবিলচামচগোলাপজল
  14. 1/2 কাপদুধ
  15. 1 চিমটিজাফরান
  16. স্বাদমতনুন-চিনি
  17. 100 গ্রামগাওয়া ঘি
  18. পরিমাণ মতো তেল
  19. 2 টেবিল চামচগোটা গরম মশলা
  20. 3-4 টিতেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেনের মধ্যে দই,আদা-রসুন বাটা, কাশ্মীরী লংকা গুঁড়ো, গরমমশলা গুড়ো, দিয়ে ম্যারিনেড করে আধঘন্টা রাখুন

  2. 2

    আলু আর ডিম সেদ্ধ করে ভেজে রাখুন দুধে জাফরান ভিজিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার চালটা কে গোটা গরমমশলা আর তেজপাতা দিয়ে 3টেবিলস্পুন ঘি তে ভেজে জল দিয়ে আধসেদ্ধ করে রাখুন।এবার পেঁয়াজ বেরেস্তা করতে হবে,একটু ময়দা ছড়িয়ে করলে মুচমুচে হবে,নামিয়ে 2টিস্পুন চিনি ছড়িয়ে রাখতে হবে।

  4. 4

    এবার কড়াইয়ে ঘি আর তেল গরম করে ম্যারিনেড চিকেন টা দিয়ে কষতে থাকুন,নুন-চিনি স্বাদমতো দিয়ে ভালো করে ভেজে নিন,আলু-ডিম টা ও দিন।

  5. 5

    এবার একটা তলাভারি পাত্রে নিচে ভাত টা অর্ধেক টা দিয়ে চিকেন টা দিন,আবার বাকি ভাত টা দিয়ে ঢেকে দিতে হবে। ওপরে বেরেস্তা ছড়িয়ে দিন,জাফরান, কেওড়া জল, গোলাপ জল দিন।

  6. 6

    এবার পাত্রটা ভালো করে টাইট করে ঢেকে,উপর থেকে কোন ভারী কিছু দিয়ে গ্যাসে অল্প আঁচে দমে বসান। আধঘন্টা রাখুন এবার গ্যাস বন্ধ করে দশ মিনিট রেখে,খুলে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
স্বর্নাক্ষী চ্যাটার্জি
মধ্যমগ্রাম, উত্তর ২৪পরগনায়
আমি একজন গৃহবধূ, ভালবেসে রান্না করি,আর হারিয়ে যাওয়া রান্না কে নিজের মত করে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করি।কুকপ্যাডে এসে আমার স্বপ্ন সফল করার এক দিশা খুজে পেলাম।
আরও পড়ুন

Similar Recipes