স্পাইসি কাঁকড়া (Spicy Crab receipe in Bengali)

Sikha Mridha
Sikha Mridha @cook_20464097

#non veg #aaditi
স্পাইসি কাঁকড়া ভীষণ জনপ্রিয় একটি ডিশ।জিভে জল আনা এই রেসিপিটি সামুদ্রিক কাঁকড়া দিয়ে খুব ভালো লাগে।সমুদ্রতীরবর্তী অঞ্চলে ভীষণ প্রিয় এই ডিশটি।

স্পাইসি কাঁকড়া (Spicy Crab receipe in Bengali)

#non veg #aaditi
স্পাইসি কাঁকড়া ভীষণ জনপ্রিয় একটি ডিশ।জিভে জল আনা এই রেসিপিটি সামুদ্রিক কাঁকড়া দিয়ে খুব ভালো লাগে।সমুদ্রতীরবর্তী অঞ্চলে ভীষণ প্রিয় এই ডিশটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1কেজি কাঁকড়া
  2. 5টেবিল চামচ সর্ষের তেল
  3. 1 চা চামচআদা বাটা
  4. 2 চা চামচরসুন বাটা
  5. 1 কাপপিঁয়াজ বাটা
  6. 1 কাপটমেটো পেস্ট
  7. 5 চা চামচটক দই, 10টিকাজুর পেস্ট একসঙ্গে
  8. 4টি এলাচ
  9. 4টিলবঙ্গ
  10. 1ইঞ্চিদারুচিনি
  11. 1টি লাল শুকনো লঙ্কা
  12. 2 চা চামচনুন
  13. 1 চা চামচচিনি
  14. 1 চা চামচশাহী গরম মসলা
  15. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে কাঁকড়াকে পরিষ্কার করে, জল দিয়ে ধুয়ে, এক চামচ নুন দিয়ে হাল্কা ভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে ভেজে রাখতে হবে।

  2. 2

    এবার কড়াই গরম করে, বাকি তেলটা দিয়ে গরম করে নিতে হবে।এবার শুকনো লঙ্কা,গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে।মসলা গোল্ডেন ব্রাউন হলে, একে একে রসুন বাটা, পিঁয়াজ বাটা,আদা বাটা দিয়ে কষাতে হবে।তারপর টমেটো পেস্ট দিয়ে নাড়তে হবে।নুন,চিনি,হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,দিয়ে কষাতে হবে। সব শেষে টকদই, কাজুর পেস্ট দিয়ে কষাতে হবে।কাজুর পেস্ট সবসময় কষানো শেষের একটু আগে দিতে হয়। না হলে কড়াইয়ের নীচে ধরে যায়।

  3. 3

    কষানো হলে, এবার ভাজা কাঁকড়া গুলো দিয়ে,আন্দাজ মতো জল দিয়ে ঢাকা দিতে হবে।কাঁকড়া গা মাখা হলে শাহী গরম মসলা দিয়ে নাড়িয়ে, নামিয়ে নিতে হবে।রুটি, পরোটা,সাদা ভাত, ফ্রায়েড রাইসের সঙ্গে খুবই ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sikha Mridha
Sikha Mridha @cook_20464097

Similar Recipes