গাজরের রাইতা (gajarer Raita recipe in Bengali)

Tripti Sarkar
Tripti Sarkar @cook_20810460

#দই
গাজরের উপকারিতা কারোরই অজানা নয়। সেই গাজরের সাথে দইয়ের মিশ্রণে তৈরি এই রাইতা । ভাজা মশলার সুগন্ধ যুক্ত লোভনীয় স্বাদের রাইতা স্বাস্থ্যকর ও সুস্বাদু বটে।

গাজরের রাইতা (gajarer Raita recipe in Bengali)

#দই
গাজরের উপকারিতা কারোরই অজানা নয়। সেই গাজরের সাথে দইয়ের মিশ্রণে তৈরি এই রাইতা । ভাজা মশলার সুগন্ধ যুক্ত লোভনীয় স্বাদের রাইতা স্বাস্থ্যকর ও সুস্বাদু বটে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২ গাজর গ্রেট করে নেওয়া
  2. ১ কাপ ঠান্ডা টক দই
  3. ১/২ চা চামচ চাট মসলা
  4. ১ চা চামচ ধনেপাতা কুচি
  5. ১ চিমটি হিং
  6. স্বাদ অনুসারেলবণ
  7. ২ চা চামচ সাদা তেল
  8. ২ টি কাঁচা লঙ্কা কুচি (স্বাদ অনুসারে)
  9. ১ চা চামচ বিউলি ডাল
  10. ১/২ চা চামচ গোটা জিরে
  11. ১/২ চা চামচ কালো সর্ষে

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে গাজর ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে।

  2. 2

    এরপর প্যানে তেল গরম করে জিরে, বিউলি ডাল, সর্ষে ও হিং ফোড়ন দিয়ে সুন্দর ভাজা গন্ধ বেরোলে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর একটা পাত্রে টকদই নিয়ে তার মধ্যে স্বাদ অনুসারে লবণ ও চাট মসলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে গ্রেট করা গাজর ও ভাজা গোটা মসলা দিয়ে একসাথে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tripti Sarkar
Tripti Sarkar @cook_20810460

Similar Recipes