অনথন(wonton recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#ময়দার
এটি একটি স্ন্যাকস আইটেম। খুব সহজ একটি রেসিপি।

অনথন(wonton recipe in Bengali)

#ময়দার
এটি একটি স্ন্যাকস আইটেম। খুব সহজ একটি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০+৮মিনিট
৩ জনের জন্যে
  1. ১ কাপ ময়দা
  2. ৭০ গ্রাম চিকেন কিমা
  3. ১ ইঞ্চি আদা
  4. ১০ টা রসুন
  5. ২ চা চামচ ক্যাপ্সিকাম কুচি
  6. ২ চা চামচ পেঁয়াজ গাছ
  7. ৩ টে কাঁচা লঙ্কা
  8. ২ চা চামচ ধনে পাতা কুচি
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  11. ১ টা ডিম
  12. ১ চা চামচ টবাস্কো সস
  13. ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২০+৮মিনিট
  1. 1

    ময়দা,১ চা চামচ সাদা তেল ও নুন দিয়ে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে অল্প জল দিয়ে। একটা নরম লেচি তৈরি করে নিতে হবে।৩০ মিনিট রেখে দিয়ে তার পর ছোট ছোট লেচি কেটে নিতে হবে।

  2. 2

    চিকেন কিমা, ধনে পাতা, আদা রসুন, পেঁয়াজ গাছ, কাঁচা লঙ্কা, নুন, দিয়ে মিক্সি তে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার পর টবাস্কো সস ও গোল মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    লেচি গুলো ময়দা গুঁড়ো দিয়ে বেলে ছোট ছোট রুটি করে নিতে হবে। তারপর একটা রুটি তে ২ চা চামচ সাদা তেল মাখিয়ে ১ চা চামচ ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে তার ওপর আর একটা রুটি দিয়ে দিতে হবে। এই ভাবে ৪ টে করে রুটি র স্তর দিয়ে দিতে হবে।

  4. 4

    এবার আর একটু ময়দা ছড়িয়ে বড় করে বেলে নিয়ে পিৎজা কাটার দিয়ে ৪ ধার কেটে ৪ চৌকো করে নিতে হবে। তাওয়া গরম করে ১ মিনিট মতন সেঁকে নিতে হবে।

  5. 5

    সেঁকে নেওয়ার পর কাটার দিয়ে সমান মাপের ৪ টুকরো করে নিতে হবে। এবার একটা একটা করে রুটি গুলো খুলে নিতে হবে। তাহলেই অনথন সীট রেডি। সিট বানাতে ১৫-২০ মিনিট টাইম লেগেছে

  6. 6

    ডিমে গুলে নিতে হবে। একটা অনথন সিট র চার পাশে ডিমর গোলা লাগিয়ে দিয়ে মাঝখানে চিকেন র পুর দিয়ে কর্নার করে ভাঁজ করে দিতে হবে। আর দুই ধার এক সাথে জুড়ে দিতে হবে ডিম র গোলা লাগিয়ে।

  7. 7

    সব অনথন গুলো বানিয়ে নিতে হবে।কড়া তে তেল দিয়ে গরম করে নিতে হবে। তাতে বানানো অনথন দিয়ে কম আঁচে ভেজে নিতে হবে। সিঙ্গারার মতন ভেজে তুলে নিতে হবে।

  8. 8

    নিজের ইচ্ছা মতন সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

মন্তব্যগুলি (4)

Similar Recipes