পিনাট বাটার স্টাফড ক্যুকিজ(peanut butter cookies recipe in Bengali)

Sushmita Chakraborty
Sushmita Chakraborty @cook_9264109
Kolkata West Bengal

#NoOvenBaking
আরও একটি অনবদ্য রেসিপি শেফ নেহা আমাদের শিখিয়েছেন , আমি অবশ্য হুবহু করতে পারিনি, বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম। তবে স্বাদে অতুলনীয় হয়েছে।

পিনাট বাটার স্টাফড ক্যুকিজ(peanut butter cookies recipe in Bengali)

#NoOvenBaking
আরও একটি অনবদ্য রেসিপি শেফ নেহা আমাদের শিখিয়েছেন , আমি অবশ্য হুবহু করতে পারিনি, বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম। তবে স্বাদে অতুলনীয় হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 3/4 কাপময়দা
  2. 1/4 কাপমাখন
  3. 1/4 কাপগুঁড়ো চিনি ও ব্রাউন সুগার
  4. 1/4 চা চামচবেকিং পাউডার
  5. 1/2 চা চামচবেকিং সোডা
  6. 1/2 চা চামচভ্যানিলা এসেন্স
  7. প্রয়োজন অনুযায়ীপিনাট বাটার
  8. পরিমাণ মতডার্ক চকোলেট কম্পাউন্ড গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা মিশিয়ে ছেঁকে নিন

  2. 2

    মাখন এবং চিনি মিশিয়ে নিন

  3. 3

    এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিন এবং ভাল করে মিশিয়ে নিন

  4. 4

    ময়দা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিন এবং হালকা হাতে মেখে নিন

  5. 5

    এবার ঐ মিশ্রণ দিয়ে ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিন

  6. 6

    এবার ঐ বলের মাঝে পিনাট বাটার দিয়ে দিন এবং ভাল করে মুড়ে নিন

  7. 7

    চকলেট কম্পাউন্ড গুঁড়ো করে বল গুলোর ওপরে ছড়িয়ে দিন

  8. 8

    ইতিমধ্যে কড়াইএ নুন দিয়ে প্রিহিট করে নিন 6-7 মিনিট

  9. 9

    একটি স্ট্যান্ড বসিয়ে দিন এবং তার ওপরে বল গুলো একটু দূরে দূরে রেখে কম আঁচে 10-15মিনিট বেক করুন

  10. 10

    হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Chakraborty
Sushmita Chakraborty @cook_9264109
Kolkata West Bengal
https://www.facebook.com/Susmitas-kichen-833153793500528/my fb page
আরও পড়ুন

Similar Recipes