ছানার কোপ্তা মালাই কারি(chanar kopta malaikari recipe in Bengali)

Mousumi Bhattacharjee
Mousumi Bhattacharjee @cook_25673205

#ebook2
জামাইষষ্ঠী
এই বিশেষ দিনে অনেক পদের মধ্যে একটি নিরামিষাশী পদ তো করতে হয়,আর তা যদি হয় ছানার কোপ্তা তাহলে তো বলাই বাহুল্য। এটি যেমন নরম তেমনি সুস্বাদু।

ছানার কোপ্তা মালাই কারি(chanar kopta malaikari recipe in Bengali)

#ebook2
জামাইষষ্ঠী
এই বিশেষ দিনে অনেক পদের মধ্যে একটি নিরামিষাশী পদ তো করতে হয়,আর তা যদি হয় ছানার কোপ্তা তাহলে তো বলাই বাহুল্য। এটি যেমন নরম তেমনি সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন‍্য
  1. ২০০গ্রামকোপ্তার জন‍্য ছানা
  2. ২ টেবিল চামচ ময়দা
  3. ১ টেবিল চামচ জিরা গুঁড়ো
  4. ১/২ চা চামচ ধনেগুঁড়ো
  5. স্বাদমতোনুন
  6. ২ চা চামচ চিনি
  7. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ২ টেবিল চামচ কাজুবাদাম
  9. ২ টেবিল চামচ কিসমিস
  10. ১ চা চামচ গরম মশলা গুড়ো
  11. কারি:-
  12. ১ টেবিল চামচ আদাবাটা
  13. ১ চা চামচ জিড়েগুড়ো
  14. ১ চা চামচ লাল লঙ্কাগুড়ো
  15. ২ টি কাঁচালঙ্কা
  16. ১ টেবিল চামচ কাজুবাদাম
  17. ১ টেবিল চামচ চারমগজ
  18. স্বাদমতোনুন
  19. ১ টেবিল চামচ চিনি
  20. ১ টেবিল চামচ গোটা গরম মশলা(এলাচ,দারচিনি,লবঙ্গ,গোলমরিচ)

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কোপ্তার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিলাম।

  2. 2

    তার পর কারির জন‍্য নুন ও চিনি বাদে বাকি সমস্ত উপকরণ দিয়ে একটা পাতলা পেষ্ট বানিয়ে নিলাম।

  3. 3

    তার পর কোপ্তা গুলো কড়াইয়ে তেল গরম করে ভেজে নিলাম।

  4. 4

    তার পর কড়াইয়ে তেল কোমিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোরোন দিলাম।

  5. 5

    তার পর তার মধ্যে মশলা পেষ্ট দিয়ে ভালো করে কষে নিলাম।

  6. 6

    এরপর তার মধ্যে কোপ্তাগুলো ছেড়ে নুন ও চিনি টা দিয়ে দিলাম।

  7. 7

    তার পর তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিলাম।

  8. 8

    এরপর জলের পরির্বতে দুধ দিয়ে আরো একটু ফুটিয়ে নিলাম। তার পর গরমমশলাগুড়ো দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Bhattacharjee
Mousumi Bhattacharjee @cook_25673205

Similar Recipes