ছানার কোফতা (chaanar kofta recipe in Bengali)

Sushmita Ghosh
Sushmita Ghosh @cook_24869581

#ebook2
ছানার কোফতা অনেক পুরনো বাঙালি খাবার। এই রান্নাটা একটু মিষ্টি প্রকৃতিরই হয়।

ছানার কোফতা (chaanar kofta recipe in Bengali)

#ebook2
ছানার কোফতা অনেক পুরনো বাঙালি খাবার। এই রান্নাটা একটু মিষ্টি প্রকৃতিরই হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ২০০ গ্রাম ছানা
  2. স্বাদ অনুসারেনুন
  3. স্বাদ অনুসারেচিনি
  4. ১ টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা
  5. ২ টেবিল চামচ ঘি
  6. ৫ চা চামচ ময়দা
  7. পরিমান মতোগোটা গরম মশলা
  8. ১টি তেজপাতা
  9. ১টি টমেটো
  10. ৬টা কাজু
  11. ১ টেবিল চামচ চারমগজ
  12. ১/২ চা চামচ সাদা জিরা
  13. ১ কাপসর্ষের তেল
  14. ১ চা চামচ জিরা গুঁড়ো
  15. ১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  16. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে ছানার মধ্যে স্বাদ মতো নুন, চিনি, এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা,পাঁচ চা চামচ ময়দা এবং এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মেখে ছোট চেপটা বল বানাতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে তেল দিয়ে সেই চেপটা বলগুলোকে ভাঁজতে হবে।

  3. 3

    তারপর ওই কড়াইয়ের মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা ও সাদা জিরা দিয়ে তাতে আদা কাঁচা লঙ্কা বাটা দিতে হবে।

  4. 4

    কিছুক্ষন নাড়াচাড়া করার পর টমেটো বাটা দিয়ে তেল বেরোলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো এবং স্বাদ অনুসারে নুন এবং চিনি দিতে হবে।

  5. 5

    এরপর কাজু ও চারমগজ বাটা এবং অল্প পরিমাণ জল দিয়ে ফুটে উঠলেই ভাজা কোফতাগুলো দিয়ে দিতে হবে। এবার সবশেষে ১ টেবিল চামচ ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ছানার কোফতা।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Ghosh
Sushmita Ghosh @cook_24869581

Similar Recipes