কলকাতা ফিশ ফ্রাই (Kolkata Fish Fry recipe in Bengali)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India

#ভাজার রেসিপি
#আমিরান্নাভালোবাসি

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

2 ঘন্টা
4 জন
  1. 500 গ্রামভেটকি মাছের ফিলে
  2. 2 টোপেঁয়াজ
  3. 10 গ্রামধোনেপাতা
  4. 6 টাকাঁচা লঙ্কা
  5. 6-8 টারসুন কোয়া
  6. 1 ইঞ্চিআদা
  7. 2 চা চামচভিনিগার
  8. 4 চা চামচলেবুর রস
  9. 4 টেডিম
  10. 2 টেবিল চামচময়দা
  11. 200 গ্রামবিস্কুট গুঁড়ো
  12. 10 গ্রামসাদা সিমাই
  13. 1 চা চামচনুন
  14. 1/2 চা চামচচিনি
  15. 1 চা চামচমরিচ গুঁড়ো
  16. প্রয়োজন অনুযায়ীরাঁধবার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

2 ঘন্টা
  1. 1

    ভেটকি মাছের ফিলে গুলো ভালো করে ধুয়ে, একটি পাত্রে নুন, লেবুর রস ও ভিনিগারে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এর পর মাছ গুলো তুলে নিয়ে ভালো করে ধুয়ে, একটা শুকনো কাপড়ে মুছে নিতে হবে।

  2. 2

    এবার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবুর রস, নুন ও চিনি এক সঙ্গে বেটে নিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

  3. 3

    একটি অন্য পাত্রে ডিম, ময়দা ও মরিচ গুঁড়ো সামান্য নুন দিয়ে এক সঙ্গে মিশিয়ে নিয়ে মাছের মারিনেডটায় ঢেলে ওপর নিচ করে নিতে হবে। একটি ট্রে টে সাজিয়ে ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে, রাখতে হবে ফ্রিজে আধঘন্টা।

  4. 4

    এবার 3 টে ডিমে অল্প নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে। অন্য একটি থালায় বিস্কুট গুঁড়ো নিতে হবে।

  5. 5

    মারিনেড করা মাছগুলো এবার একে একে বিস্কুট গুঁড়োয় লাগিয়ে ডিমের গোলায় ডুবিয়ে আবার বিস্কুট গুঁড়ো লাগাতে হবে। এবার ওপরে একটু সীমাই ছড়িয়ে বাকিটা ঝরিয়ে নিতে হবে।

  6. 6

    গড়া হয়ে গেলে ছুরি দিয়ে শেপ করে চৌকো আকার দিয়ে নিয়ে, হাথের তালু দিয়ে অল্প চাপ দিয়ে ফ্ল্যাট করে নিতে হবে।

  7. 7

    এবার কড়ায় তেল গরম করে ভেজে নিতে হবে সোনালি খয়েরি রং হওয়া পর্যন্ত।

  8. 8

    গরম গরম পরিবেশন করুন স্যালেড, কাসুন্দি, চা বা কফির সাথে।

  9. 9

    আমি একটু আলু ভাজা দিয়ে ডেকোরেট করেছি যেটা অপশনাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India
Happy Homemaker with Homegrown Interests. Addicted to cooking, photography and travelling. Cooking is an art and I am an Artist🤘
আরও পড়ুন

Similar Recipes