তালের মালপোয়া (Taaler malpoa recipe in bengali)

Poushali Mitra
Poushali Mitra @poushali19

#ভাজার রেসিপি
#swaad #priyorecipe
তাল এমন একটি ফল যা বড়া, ক্ষীর, পাটিসাপটা, মালপোয়া সব ভাবেই তৈরি করা যায়। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তালের মালপয়ার রেসিপিটি।

তালের মালপোয়া (Taaler malpoa recipe in bengali)

#ভাজার রেসিপি
#swaad #priyorecipe
তাল এমন একটি ফল যা বড়া, ক্ষীর, পাটিসাপটা, মালপোয়া সব ভাবেই তৈরি করা যায়। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তালের মালপয়ার রেসিপিটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
8 জন
  1. 1 টিমাঝারি সাইজের তাল
  2. 1 টিনারকোল
  3. 1.5 কাপময়দা
  4. 1 কাপসুজি
  5. 2 কাপচিনি
  6. 1 চা চামচমৌরি
  7. 1.5 কাপদুধ
  8. 200মিলি রিফাইন তেল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমেই তালের খোসা ছাড়িয়ে তালের সব ভাগ গুলো একটি পাত্রে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর জল থেকে তুলে তাল গুলো ঘষে বা চটকে তালের রস বা পাল্প বের করে নিতে হবে। এরপর একটি পরিষ্কার কাপড়ে তালের পাল্প গুলো দিয়ে সেটি ভালো করে বেঁধে পুঁটুলি মতো তৈরী করে 30 মিনিটের জন্য উঁচু কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যাতে তালের জল গুলো বেরিয়ে যায়।

  3. 3

    30 মিনিট পরে ঝোলানো তাল নামিয়ে সমস্ত পাল্প একটি বড়ো মিক্সিং বোল এ নিতে হবে। এবার এক এক করে সমস্ত উপকরণ যেমন 1.5 কাপ ময়দা, 1 কাপ সুজি, 2 কাপ চিনি, 1 চা চামচ মৌরি ও 1 টি মাঝারি নারকোল কুড়িয়ে সেই কোড়ানো নারকোল দিয়ে একসাথে সব কিছু খুব ভালো করে মেশাতে হবে। মেশানোর সময় অল্প অল্প করে দুধ মিশিয়ে মোটামুটি গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে।

  4. 4

    এবার কড়া তে 200 মিলি রিফাইন তেল গরম করে নিতে হবে। একদম অল্প থেকে মাঝারি আঁচে একটি গোল হাতার সাহায্যে ছোট ছোট গোল করে তালের ব্যাটার ঢেলে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর উল্টে দিয়ে গাঢ় বাদামি রং করে ভেজে নিলেই একদম তৈরি তালের মালপোয়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Poushali Mitra
Poushali Mitra @poushali19

Similar Recipes