ছানার সিঙ্গারা (chanar singara recipe in Bengali)

Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah

#ভাজার রেসিপি
#ebook2
#জামাইষষ্ঠী রেসিপি

বিকেলের চায়ের সাথে দারুন লাগবে।
যারা নিরামিষ খায় তাদের জন্য খুব ভাল স্ন্যাক্স ।

ছানার সিঙ্গারা (chanar singara recipe in Bengali)

#ভাজার রেসিপি
#ebook2
#জামাইষষ্ঠী রেসিপি

বিকেলের চায়ের সাথে দারুন লাগবে।
যারা নিরামিষ খায় তাদের জন্য খুব ভাল স্ন্যাক্স ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ১ কাপ ময়দা
  2. ১ চিমটি কালোজিরে
  3. প্রয়োজনমতো সাদাতেল
  4. স্বাদমত নুন ও চিনি
  5. ১০০ গ্রাম ছানা (জল ঝরানো)
  6. ১০টি কারিপাতা কুচি
  7. ১টি আলু ছোটো করে কাটা
  8. ২ টি কাঁচালংকা কুচি
  9. ১/২ চা চামচআদাবাটা
  10. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  11. প্রয়োজনমতো চিনাবাদাম
  12. ১/২ চা চামচভাজা মশলা গুঁড়ো
  13. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো
  14. ১/২ চা চামচধনে জিরে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ময়দাতে কালোজিরে,পরিমানমত সাদাতেল, নুন - চিনি মিশিয়ে, পরিমানমত জল দিয়ে মেখে রেখে দিন।

  2. 2

    এবার আলু ও বাদাম তেলে ভেজে তুলে রাখুন।

  3. 3

    ওই তেলে কারিপাতা ও কাঁচালংকা কুচি,আদাবাটা দিয়ে নেড়েচেড়ে ভাজা আলু,হলুদ,নুন,চিনি,বাদাম ও গুড়ো মশলা দিন।

  4. 4

    ছানা দিয়ে নাড়া চাড়া করে নামিয়ে নিন।

  5. 5

    ময়দার মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে বেলে, মাঝখান থেকে কেটে নিন।

  6. 6

    এক সাইডে জল লাগিয়ে, সিঙ্গারার খোলে পুর ভরে জল দিয়ে মুখ বন্ধ করে দিন।

  7. 7

    তেল গরম করে সিঙ্গারা ভেজে তুলে নিন।

  8. 8

    চা কিংবা সসের সাথে সার্ভ করুন ছানার সিঙ্গারা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah
রান্না করতে ভাঌল লাগেনতুন কত কিছু,জোগাড়ের আয়োজনপড়ে না যেন পিছু।রান্না একটি শখের জিনিসমন দিলেই হয়,তেল, ঝাল, মশলাঠিক তাতে রয় ॥
আরও পড়ুন

Similar Recipes