ডিম কষা(egg kosha recipe in bengali)

Tanushree Das Dhar
Tanushree Das Dhar @Tanu123
Siliguri West Bengal

#worldeggchallenge
চটজলদি টেস্টি একটি রান্না।

ডিম কষা(egg kosha recipe in bengali)

#worldeggchallenge
চটজলদি টেস্টি একটি রান্না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৩জন
  1. ৪টে ডিম
  2. ১টা পেঁয়াজ কুচি
  3. ১টা পেঁয়াজ বাটা
  4. ২টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ১টা টমেটো বাটা
  6. ১চা চামচ জিরা বাটা
  7. ১চা চামচ ধনে বাটা
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. স্বাদ মতোনুন চিনি
  10. ১চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  11. ১চা চামচ কসু্রি মেথি
  12. ১/২চা চামচগরম মশলা গুঁড়ো
  13. ১টা শুকনো লঙ্কা
  14. ১টা তেজপাতা
  15. পরিমান মতোসর্ষে তেল
  16. ১/২চা চামচ কালোজিরা

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে

  2. 2

    সর্ষে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, কালোজিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবেনিতে হবে

  3. 3

    এবার জিরা বাটা, ধনে বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন চিনি হলুদ দিয়ে, টমেটো বাটা দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে

  4. 4

    এবার কিছুটা জল দিয়ে ভেজে রাখা ডিম দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে।

  5. 5

    তারপর গরম মশলা গুঁড়ো আর কাশুরি মেথি ছড়িয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে গরম ভাত অথবা রূটি, পরোটা সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanushree Das Dhar
Siliguri West Bengal

Similar Recipes