কষা মাংস(kosha mangsho recipe in bengali)

Dalia Alam
Dalia Alam @cook_26078737
Kolkata

#swaad
#priyoranna
পোলাও বা সাদা ভাতের সাথে কষা মাংসের জুড়ি মেলা ভার।

কষা মাংস(kosha mangsho recipe in bengali)

#swaad
#priyoranna
পোলাও বা সাদা ভাতের সাথে কষা মাংসের জুড়ি মেলা ভার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
2 জন
  1. 500 গ্রামমটন
  2. 1/4 কাপদই
  3. 3টেবিল চামচ আদা-রসুন বাটা
  4. স্বাদমতোলবণ,চিনি , লঙ্কা গুঁড়ো
  5. 1টেবিল চামচ ঘি
  6. 3 টেবিল চামচ তেল
  7. 2 টোএলাচ
  8. 2 টোলবঙ্গ
  9. 1 টুকরোদারচিনি
  10. 1 টিতেজপাতা
  11. 1 চা চামচধনে গুঁড়ো
  12. 1 চা চামচজিরে গুঁড়ো
  13. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  14. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  15. 2 টি মাঝারি পেঁয়াজ

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    একটি বড় বাটিতে ধুয়ে রাখা মাংস নিয়ে তাতে টক দই,আদা রসুন বাটা ও লবণ দিয়ে ভালো করে মেখে আধঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    এবার কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে ভালো করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে 3-4 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে।।- এবার একে একে হলুদ গুঁড়ো, আদা-রসুন বাটা,লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।10 মিনিট আঁচ বাড়িয়ে রান্না করতে হবে।

  4. 4

    জল কমে যখন মাংস সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে পরিমাণমতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুই মিনিট রান্না করতে হবে। এবার ঘি আর গরম মসলা ওপর থেকে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে আরও 5 মিনিট

  5. 5

    5 মিনিট পরে ঢাকনা খুলে পোলাও এর সাথে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dalia Alam
Dalia Alam @cook_26078737
Kolkata

মন্তব্যগুলি (3)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
দারুন লাগে এই পদটা। বানানো যদিও সময় সাপেক্ষ, তবে স্বাদ হয় মনোরম।আহা!
আমিও চেষ্টা করছি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট রাখবেন। চাইলে অনুসরণ🎈

Similar Recipes