চিঁড়ের পোলাও(chirer polau recipe in Bengali)

Medha Sharma
Medha Sharma @cook_24775378
Balurghat

#দৈনন্দিন রেসিপি
ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনে অমর আমার তো দারুণ লাগে আর আপনাদের

চিঁড়ের পোলাও(chirer polau recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনে অমর আমার তো দারুণ লাগে আর আপনাদের

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 1 কাপচিঁড়ে
  2. 1 টাআলু
  3. 4-6 টেবিল চামচচিনে বাদাম
  4. 2 টেবিল চামচকিশমিশ
  5. 3 -4 টেবিল চামচবিন্স কুচি
  6. 1 টা মাঝারি মাপেরগাজর কুচি
  7. 1 টেবিল চামচঘি
  8. 1 চা চামচগরম মশলা
  9. 2 টেবিল চামচসাদা তেল
  10. 1 টাকারিপাতা
  11. 1 চিমটিহিং

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে কড়াই তে তেল দিয়ে বাদাম গুল ভেজে তুলে রাখুন ।কারি পাতা তাতে ফোড়ন দিন।ও কিছুটা হিং দিন।

  2. 2

    এবারএকে একে সব্জি গুলো ছেড়ে দিন। এবার এগুলো কে ভাল করে ভেজে অল্প নুন ও হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিন

  3. 3

    নরম হয়ে গেলে চিঁড়ে ভিজিয়ে তাতে দিয়ে দিন। সাথে বাদাম ও কিস মিস ও দিন।নেড়ে দিন ভাল করে।

  4. 4

    সব একসাথে মিশে গেলে তাতে ঘি ও গরম মসলা ছিটিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখুন 2 মিনিট।

  5. 5

    হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন। উপভোগ করুন বাড়ির সবার সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Medha Sharma
Medha Sharma @cook_24775378
Balurghat
healthy is homemade
আরও পড়ুন

Similar Recipes