শাহী ফিরনি (sahi phirni recipe in bengali)

Banashree
Banashree @bana_1234

#দুধ
#raiganjfoodies
শাহী ফিরনি দুধ আর চাল দিয়ে তৈরি খুবই সুস্বাদু একটি মিষ্টি খাবার। যেকোনো মোগলাই খাবারের সাথে, বিশেষত বিরিয়ানির শেষপাতে এই ফিরনির স্বাদ অতুলনীয়। যেকোনো পাত্রেই এই ফিরনি বানানো যায় কিন্তু মাটির ভাঁড় এ ফিরনি পরিবেশন করলে তা যেনো রাজকীয়তার অন্য এক মাত্রা এনে দেয়।

শাহী ফিরনি (sahi phirni recipe in bengali)

#দুধ
#raiganjfoodies
শাহী ফিরনি দুধ আর চাল দিয়ে তৈরি খুবই সুস্বাদু একটি মিষ্টি খাবার। যেকোনো মোগলাই খাবারের সাথে, বিশেষত বিরিয়ানির শেষপাতে এই ফিরনির স্বাদ অতুলনীয়। যেকোনো পাত্রেই এই ফিরনি বানানো যায় কিন্তু মাটির ভাঁড় এ ফিরনি পরিবেশন করলে তা যেনো রাজকীয়তার অন্য এক মাত্রা এনে দেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১.৫ ঘন্টা
  1. ৫ টেবিল চামচ বাসমতি চাল (আতপ)
  2. ১ লিটার ফুল ক্রিম দুধ
  3. ৪ টেবিল চামচ চিনি
  4. ১ চিমটে লবণ
  5. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  6. ১২-১৫ টা কেশরের স্ট্র্যান্ড
  7. ১ টেবিল চামচ কেওড়া জল

রান্নার নির্দেশ সমূহ

১.৫ ঘন্টা
  1. 1

    ফিরনি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ৫ টেবিল চামচ বাসমতি রাইস।

  2. 2

    এবার চাল টাকে আমি একবার ভালভাবে ধুয়ে নিচ্ছি। এখানে বেশিবার ধরে চাল ধুলে চালের মধ্যের স্টার্চ টা বেরিয়ে যায়। তাহলে ফিরনির ক্রিমি টেক্সচার টা আসবে না। চাল টা ধুয়ে ৩০ মিনিটের জন্য ভিজতে দিচ্ছি।

  3. 3

    এবার ৬ টা মাটির ভাঁড় নিয়ে নিচ্ছি। মাটির ভাঁড় গুলোকে জলের মধ্যে ৩০ মিনিটের জন্য ভিজতে দিচ্ছি।

  4. 4

    ৩০ মিনিট পর চালের জলটাকে একটা ছাকনিতে ছেঁকে নিয়ে ১ ঘন্টার জন্য চলটাকে হাওয়াতে মেলে রাখছি।

  5. 5

    ১ ঘন্টা পর চালটা পুরো শুকিয়ে গেছে। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারে চালটা গুঁড়ো করে নেব।মিক্সিং গ্রাইন্ডার একবার করে চালাবো আর একবার করে বন্ধ করব এইভাবে চার-পাঁচ বার করে চাল টাকে গুঁড়ো করতে হবে। চালটা খুব মিহি গুঁড়ো হবে না। তাহলে ফিরনি তে কিন্তু সেই টেক্সচারটা আসবেনা।

  6. 6

    এবার ওই চালের গুঁড়োর মধ্যে কিছুটা ঘরের উষ্ণতায় রাখা দুধ নিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি।

  7. 7

    30 মিনিট পর মাটির ভাঁড় গুলোকে জল থেকে তুলে রেখে রেখে দিচ্ছি।

  8. 8

    এবার গ্যাস টা অন করে, কড়াইতে ১ লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে রেখে সমানে ১০ মিনিটের জন্য নেড়ে যেতে হবে যাতে কোনোভাবেই দুধ এ সর না পড়ে।

  9. 9

    এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ৫-৬ স্ট্রান্ড কেশর। কেশর ফিরনির মধ্যে খুব সুন্দর একটা রং আর টেস্ট আনে।

  10. 10

    আরো ৫ মিনিট পর চাল আর দুধের মিশ্রন টা কড়াই এ দিয়ে দিচ্ছি। চালের মিশ্রনটিকে কড়াইতে দেবার আগে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। চাল টা দুধের মধ্যে দেওয়ার পর ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে দলা না পেকে যায়।

  11. 11

    এইভাবে ১৫ মিনিটের জন্য ক্রমাগত নেড়ে যাওয়ার পর চালটা ও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবং দুধের পরিমাণ টা অনেকটাই কমে গেছে আর দুধে খুব সুন্দর একটা রং চলে এসেছে।

  12. 12

    এবার দিচ্ছি ৪ টেবিল চামচ চিনি।এখানে মনে রাখতে হবে চিনিটা কিন্তু চাল সেদ্ধ হওয়ার পরেই দিতে হবে চিনি দেওয়ার পরে কিন্তু চাল আর সেদ্ধ হবে না।

  13. 13

    এরপর ১/২ চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়ো ফিরনি তে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে।

  14. 14

    এবার এর মধ্যে এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ১ চা চামচ কেওড়া জল।

  15. 15

    ফিরনি মোটামুটি তৈরি হয়ে গেছে। ফিরনির ঘনত্ব বোঝার জন্য একটা হাতা তে কিছুটা উঠিয়ে দেখবেন পুরো ফিরনি টা কিন্তু পড়ে যাচ্ছে না কিছুটা হাতার গায়ে লেগে রয়ে যাচ্ছে।

  16. 16

    এবার মাটির ভাঁড় গুলোর মধ্যে ফিরনি ঢেলে দিচ্ছি। আর উপর থেকে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি একটু করে কেশর।

  17. 17

    এবার প্রত্যেকটা ভাঁড় কে অ্যালুমিনিয়ামের পেপার দিয়ে খুব ভালোভাবে আটকে ২৪ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। অ্যালুমিনিয়াম পেপার না থাকলে এমনি প্লেট দিয়ে ও ঢেকে দিতে পারেন। ভাঁড় এর উপর টা ঢাকা না দিলে ফ্রিজের গন্ধ ফিরনির মধ্যে চলে আসবে আর ফিরনির উপরে একটা শক্ত আস্তরণ পড়ে যাবে।

  18. 18

    ২৪ ঘন্টা পর ফিরনি গুলো বের করে অ্যালুমিনিয়াম পেপার গুলো খুলে আমি উলটে দেখাচ্ছি। ফিরনি কিন্তু একদম সেট হয়ে গেছে।

  19. 19

    শাহী ফিরনি একদম তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Banashree
Banashree @bana_1234

Similar Recipes