ফিরনি (phirni recipe in Bengali)

Husniara Mallick
Husniara Mallick @cook_24773327
Bangalore

কাল ঈদ উপলক্ষে আমি করেছিলাম,ভাতের পর এক কাপ ফিরনি হলে তো আর কথাই নেই।

ফিরনি (phirni recipe in Bengali)

কাল ঈদ উপলক্ষে আমি করেছিলাম,ভাতের পর এক কাপ ফিরনি হলে তো আর কথাই নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫-৪০ মিনিট
৪-৫ জন
  1. ১/২ কাপ (৫০গ্রাম) বাসমতী চাল
  2. ১ লিটার ফুল ক্রিম দুধ
  3. ২ চিমটি কেশর
  4. ৭৫গ্রাম /স্বাদ অনুযায়ী চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩৫-৪০ মিনিট
  1. 1

    প্রথমে চাল ভালো করে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে,৩০ মিনিট পর চালগুলো থেকে জল ঝরিয়ে ১ ঘণ্টা মতো শুকিয়ে নিতে হবে।

  2. 2

    ১ ঘন্টা পর চাল গুলো কে বেলুনি দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে।

  3. 3

    পাত্রে দুধ আর কেশর দিয়ে জ্বাল করে কিছুটা ঘন হলে চাল গুড়ি দিয়ে অনবরত নারাচারা করতে হবে।

  4. 4

    ১৫-২০ মিনিট পর চাল সিদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দিতে হবে।এরপর আরো ১৫ মিনিট নাড়াচাড়া করার পর ফিরনি র রেডি। ফিরনি এর ঘনত্ব চেক করার জন্য হাতাতে ফিরনি নিয়ে মাঝে একটা দাগ কেটে দেখবেন,যদি ডাক মিশে না যাই তাহলে ফিরনি তৈরি।

  5. 5

    রেডি করে রাখা ফিরনি যে কোনো পাত্রে সেট করতে পারেন। মাটির পাত্র হলে ভালো হয়।

  6. 6

    সেট করে ১০-১২ ঘণ্টা পর ফিরনি সার্ভ করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Husniara Mallick
Husniara Mallick @cook_24773327
Bangalore

Similar Recipes