পাঁচ মিশেলি চচ্চড়ি (panchmisheli chocchori recipe in Bengali)

Debjani Paul
Debjani Paul @bake0clock

#ebook2 #রথযাত্রা

প্রভুর চরণে ভোগ নিবেদনে এরকম একটা নিরামিষ পদ দেওয়া যেতে পারে।
ছোটো ছোটো ঘরোয়া অনুষ্ঠানে এই রান্নার চল খুব ছিল।খেতে কিন্তু দারুন লাগে।

পাঁচ মিশেলি চচ্চড়ি (panchmisheli chocchori recipe in Bengali)

#ebook2 #রথযাত্রা

প্রভুর চরণে ভোগ নিবেদনে এরকম একটা নিরামিষ পদ দেওয়া যেতে পারে।
ছোটো ছোটো ঘরোয়া অনুষ্ঠানে এই রান্নার চল খুব ছিল।খেতে কিন্তু দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩জনের জন্যে
  1. ১কাপ বরবটি কাটা
  2. ১কাপ কাটা মূলো
  3. ১কাপ ছোটো করে কাটা বেগুন
  4. ১কাপ কাটা ঝিঙে
  5. ২টি আলু
  6. ১টি গাজর
  7. ১/২ কাপ বড়ি
  8. ১ চা চামচ নুন
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ৩চা চামচ তেল
  11. ৩টিকাঁচা লঙ্কা
  12. ১/২চা চামচ পাঁচ ফোড়ন
  13. ১চা চামচ সর্ষে
  14. ১ চা চামচ জিরে
  15. ২টি শুকনো লঙ্কা
  16. ১/২চা চামচ চিনি
  17. ১চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে সব সবজিগুলো কেটে ধুয়ে রাখো।

  2. 2

    করাইতে তেল দিয়ে পাঁচ ফোরণ,শুকনো লঙ্কা দিয়ে, সবজিগুলো এক এক করে ভেজে নাও।তারপরে সবেকসঙ্গে ভাযবে।

  3. 3

    আগে থেকে বড়ি ভেজে রাখবে। আর জিরে শুকনো ল লঙ্কা ভেজে গুড়িয়ে রাখবে।

  4. 4

    সবজি ভাজতে হবে একদম ঢিমে আঁচে।যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হলে যায়,এরপরে নুন মিষ্টি হলুদ দিয়ে ঢাকা দাও।

  5. 5

    সরষে কাচা লঙ্কা বেটে দাও শুধু মসলার জলটুকুই দেবে,বেশি জল দিলে সবজিগুলো ঘেঁটে যাবে।

  6. 6

    নামাবার আগে ভাজা মসলা বড়ি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দাও।উপরে একটু ঘি ছড়িয়ে দাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Paul
Debjani Paul @bake0clock

Similar Recipes