কুচো নিমকি (kucho nimki recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী
রথযাত্রাতে বাড়িতে কুচো নিমকি আমরা সবাই বানিয়ে থাকি। চায়ের সাথে খেতে অসাধারণ লাগে।

কুচো নিমকি (kucho nimki recipe in bengali)

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী
রথযাত্রাতে বাড়িতে কুচো নিমকি আমরা সবাই বানিয়ে থাকি। চায়ের সাথে খেতে অসাধারণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১.৫ কাপ ময়দা
  2. ২-৩ চা চামচ তেল
  3. ১ চা চামচ কালো জিরা
  4. ১/২ চা চামচ লংকা গুঁড়ো
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. পরিমান মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা বাউলে ময়দা, তেল ও একটু নুন দিয়ে মিশিয়ে তারপর অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ।

  2. 2

    তারপর ডো টা বেলন পিরা তে রেখে হাত দিয়ে চেপে উপর থেকে কালো জিরা দিয়ে আরো একটু হাত দিয়ে চেপে দিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিতে হবে।

  3. 3

    তারপর একটা লেচি নিয়ে পাতলা করে বেলে নিতে হবে আর চাকু দিয়ে ছোট ছোট পিস করে নিমকি কেটে নিতে হবে সব গুলো একি ভাবে তৈরি করে নিতে হবে।

  4. 4

    তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে অল্প অল্প করে নিমকি গুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে ।

  5. 5

    তারপর ভাজা নিমকি গুলো তে লংকা গুড়ো ও একটু নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে গেল টেস্টি টেস্টি ক্রান্চী নিমকি।

  6. 6

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি (8)

Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes