তেল কৈ  (tel koi recipe in bengali)

Vaswati Debbarman
Vaswati Debbarman @cook_26388721

#স্বাদের রান্না
এইভাবে তেল কৈ রান্না করলে গরম ভাতের সাথে জমে যায়

তেল কৈ  (tel koi recipe in bengali)

#স্বাদের রান্না
এইভাবে তেল কৈ রান্না করলে গরম ভাতের সাথে জমে যায়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
২ জনের জন্য
  1. ২ টো কৈ মাছ
  2. ১টেবিলচামচ পেঁয়াজ বাটা
  3. ১\২ টেবিলচামচ জিরে গুঁড়ো
  4. ১\২ টেবিলচামচ আদা বাটা
  5. ১\২ চা চামচ কাঁচা লংকা বাটা
  6. ১ চা চামচ শুকনো লংকা বাটা
  7. ২ টো গোটা কাঁচা লংকা
  8. ২০গ্রাম সরষের তেল
  9. স্বাদ অনুযায়ী নুন
  10. ১\২চা চামচ চিনি
  11. ১\২ চা চামচ গোটা জিরে
  12. ১ টা শুকনো লংকা
  13. ১টা তেজপাতা
  14. ২ টেবিলচামচ টমেটো বাটা
  15. ২ টেবিলচামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    প্রথমে কেটে রাখা মাছ গুলো কে ভালো করে ধুয়ে নুন হলুদ ও একটু কাঁচা তেল দিয়ে মেখে নিতে হবে

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম করে তাতে মাছ ভেজে নিতে হবে

  3. 3

    এবারে ঐ তেলের মধ্যেই গোটা জিরে শুকনো লংকা ও তেজপাতা ফোড়ন দিতে হবে

  4. 4

    তার পর পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে দিয়ে দিতে হবে আদা বাটা ও হলুদ গুরো

  5. 5

    একটু নেড়ে দিতে হবে জিরে ও লংকা বাটা, একটু নেড়ে দিয়ে দিতে হবে টমেটো বাটা

  6. 6

    এবারে নুন চিনি দিয়ে একটু নেড়ে ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে কম আঁচে

  7. 7

    এবারে ঢাকা তুলে আঁচ বাড়িয়ে দিয়ে মশলা ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে মাছ গুলো দিয়ে ৭ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করলেই তৈরী হয়ে যাবে তেল কৈ 😊

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Vaswati Debbarman
Vaswati Debbarman @cook_26388721

Similar Recipes