ভেজ চাউমিন (veg chowmein recipe in bengali)

Priya Karmakar ( Rachayita)
Priya Karmakar ( Rachayita) @Rachayita_Karmakar
Kalna, Purba Bardhaman

#GA4
#week3
তৃতীয় সপ্তাহে পাজল বক্স থেকে আমি বেছে নিয়েছি চাইনিজ ডিশ_
ভেজ চাউমিন
বাড়িতেই নাম মাত্র উপকরন সহযোগে তৈরি রেস্টুরেন্ট স্টাইল ভেজ চাউমিন

ভেজ চাউমিন (veg chowmein recipe in bengali)

#GA4
#week3
তৃতীয় সপ্তাহে পাজল বক্স থেকে আমি বেছে নিয়েছি চাইনিজ ডিশ_
ভেজ চাউমিন
বাড়িতেই নাম মাত্র উপকরন সহযোগে তৈরি রেস্টুরেন্ট স্টাইল ভেজ চাউমিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
৪ সারভিংস
  1. ১টিগাজর
  2. ৫টিবিন্স
  3. ৫০গ্রামবাদাম
  4. ১টি আলু ছোট সাইজ
  5. পরিমাণ মতোচাউমিন

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    প্রথমে জল গরম করে তাতে চাউমিন টা ৯০% সেদ্ধ করে নিয়ে,নামিয়ে নিতে হবে।তারপর সেদ্ধ চাউমিন টা রুম টেম্পারেচার জলে ধুয়ে নিতে হবে। মানে ঠান্ডা জল চাওমিন এর ওপর থেকে ঢেলে দিলে এতে চাউমিন রানার সময় ভেঙে যায়না কিংবা করাই তে লেগে বা পুরে যাওয়ার চান্স থাকেনা। এর সাথেই চাউমিন সেদ্ধ করতে বসিয়ে সবজি গুলো ছোট ছোট মাপের কেটে নিয়েছি। চাউমিন টা ঠান্ডা জলে ধুয়ে নিলে ৯০% কুক হবার পর গরমের জন্যে ১০০% কুক হয়না ফলে ভেঙে যাওয়ার ভয় থাকেনা।

  2. 2

    এরপর করাই তে সাদা তেল দিয়ে তাতে কুচনও সবজি গুলো কিছুটা নুন দিয়ে অল্প আঁচে ভালো করে ভেজে নিতে হবে, চাইলে কিছু পরিমাণ হলুদ দেওয়া যায় তাতে রং টা ভালো আসে। এর সাথে ভাজা চিনে বাদাম টাও ভেজে নিন।

  3. 3

    সবজি আর বাদাম ভাজা হলে এলে এতে ২চামচ টমেটো সস দিয়ে সবজি গুলো ভালো করে নেড়ে নিন। এই সময় আঁচ মিডিয়াম রাখবেন।

  4. 4

    চাউমিন টা আস্তে করে করাই তে দিয়ে হালকা নাড়াচাড়া করে সবজি র সাথে মিশিয়ে নিন। এরপর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবেন।

  5. 5

    ব্যাস কয়েক মিনিট অল্প আঁচে নেরে নিলেই তৈরি ভেজ চাউমিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priya Karmakar ( Rachayita)
Priya Karmakar ( Rachayita) @Rachayita_Karmakar
Kalna, Purba Bardhaman
I'm a student👩‍🏫আমি রান্না করতে আর নতুন নতুন রান্না শিখতে পছন্দ করি❤️🥣🍲🍝🥘🥙🍛🍜🍱🧉
আরও পড়ুন

Similar Recipes