পালং পনির (palang paneer recipe in bengali)

Shubhosri Banerjee
Shubhosri Banerjee @shubho

পালং পনির (palang paneer recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২০০ গ্রাম পনির
  2. ১ আঁটি পালং শাক
  3. ১/২ চা চামচ রসুন বাটা
  4. ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  5. ১/২ চা চামচ আদা বাটা
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ২ টো শুকনো লঙ্কা
  9. ২ টো তেজ পাতা
  10. ১ টা মাঝারি টমেটো পেস্ট করা
  11. ৫- ৬ টা কাঁচা লঙ্কা
  12. স্বাদমতোনুন ও চিনি
  13. পরিমান মতোসাদা তেল
  14. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    পনির টা টুকরো করে কেটে নিতে হবে।।ও পালং শাক টা সেদ্ধ করে নিয়ে মিক্সার এ বেটে একটা পেস্ট করে নিতে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে।

  2. 2

    কড়াই তে সাদা তেল গরম করে তাতে পনির টা হালকা ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    এর পর ওই তেলের মধ্যে তেজ পাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এর পর পিয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিতে হবে। একটু চিনি দিয়ে মশলা টা নাড়াচাড়া করে নিতে হবে।

  4. 4

    এর পর এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন ও টমেটো পেস্ট দিয়ে কষিয়ে নিতে হবে।

  5. 5

    এর পর দিতে হবে পালং শাকে পেস্ট টা। সব টা খুব ভালো করে মিশিয়ে নিয়ে পনির, স্বাদ মত নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষন।

  6. 6

    গ্রেভি টা ঘন হয়ে গেলে নামিয়ে নিতে হবে। পালং পনির তৈরি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shubhosri Banerjee

মন্তব্যগুলি (6)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Baah besh sundor recipe.bhalo laglo . Amio kichu notun korar chesta korechi parle dekhben. Bhalo lagle onusoron deben.

Similar Recipes