দই ইলিশ গ্রেভি (Doi Ilish Gravy recipe in bengali)

Payel Mondal
Payel Mondal @cook_25046984

#GA4 #Week4 এই সপ্তাহের কীওয়ার্ড গুলোর মধ্যে থেকে আমি বেঁছে নিয়েছি 'গ্রাভি' শব্দ টি, আর এই ইলিশের পদ টি খুব সুস্বাদু একটি পদ যা কিনা পোলাও কিংবা বাসমতি চালের ভাত এর সাথে দারুন জমবে.

দই ইলিশ গ্রেভি (Doi Ilish Gravy recipe in bengali)

#GA4 #Week4 এই সপ্তাহের কীওয়ার্ড গুলোর মধ্যে থেকে আমি বেঁছে নিয়েছি 'গ্রাভি' শব্দ টি, আর এই ইলিশের পদ টি খুব সুস্বাদু একটি পদ যা কিনা পোলাও কিংবা বাসমতি চালের ভাত এর সাথে দারুন জমবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা 30 মিনিট
4-6 সারভিংস
  1. 1কেজি ইলিশ
  2. 200 গ্রামটক দই
  3. 1টেবিল চামচ জিরা গুঁড়ো
  4. 1 চা চামচধনে গুঁড়ো
  5. 1 চা চামচচিনি
  6. 1 কাপসর্ষের তেল
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. 4 টাকাঁচা লঙ্কা
  9. 3 চা চামচপেঁয়াজ বাটা
  10. 1 চা চামচআদা বাটা
  11. 4 চা চামচফ্রেশ ক্রিম
  12. 6 চা চামচটমেটো পেস্ট
  13. 1.5 চা চামচগরম মসলা গুঁড়ো
  14. 2 টাতেজপাতা
  15. 1 চা চামচগোটা গরম মসলা
  16. 1 চা চামচনুন

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা 30 মিনিট
  1. 1

    প্রথমে ইলিশ গুলো কে ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে রাখতে হবে. কড়াই তে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে ইলিশ গুলো কে হালকা ভেজে তুলে নিতে হবে. ইলিশ যেন কোনো ভাবেই বেশি ভাজা হয়ে না যায়.

  2. 2

    এবার একটি নন স্টিক পান নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে তাতে গোটা গরম মসলা, তেজপাতা, চিনি দেয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ হালকা রং ধরলে আদা বাটা দিয়ে নেড়ে নিতে হবে. এবার টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে. এবার এতে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প চিনি, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে.ভালো করে কষানোর পর মাছ গুলো কে অ্যাড করে নিতে হবে.

  3. 3

    এবার টক দই ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, এরপর ওই কষানো মসলা তে মিশিয়ে ভালো করে নেড়ে নিয়ে কষাতে থাকতে হবে. খুব আল্টো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১০ মিনিটস. নুন মেশাতে হবে স্বাদমতন.নামানোর আগে ফ্রেশ ক্রিম এবং গরম মসলা দিয়ে এবং বাটার মিশিয়ে নামিয়ে নিলেই তৈরী ইলিশ দই গ্রেভি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payel Mondal
Payel Mondal @cook_25046984

Similar Recipes