ছানার মোদক (Chhanar modak recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

#ebook2 #পৌষ পার্বণ /সরস্বতী পুজো
ছানা,চাল ও নারকেল সহযোগে তৈরি। খুবই সুস্বাদু। সময় ও খুব কম লাগে।ছানা দিয়ে মোদক আকারের সন্দেশ সরস্বতী পুজোর ভোগ হিসেবে তৈরি করলাম।

ছানার মোদক (Chhanar modak recipe in Bengali)

#ebook2 #পৌষ পার্বণ /সরস্বতী পুজো
ছানা,চাল ও নারকেল সহযোগে তৈরি। খুবই সুস্বাদু। সময় ও খুব কম লাগে।ছানা দিয়ে মোদক আকারের সন্দেশ সরস্বতী পুজোর ভোগ হিসেবে তৈরি করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৬ জনের জন্য
  1. ১ কাপ ছানা
  2. ১ কাপ চালের গুঁড়ো
  3. ১ কাপ নারকেল কোরা
  4. ২ চা চামচ ঘি
  5. ৪ টেবিল চামচ চিনি
  6. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  7. ১ কাপ দুধ

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে প্যানে ২ টেবিল চামচ জল দিয়ে চিনি মেশাতে হবে, একটু ফুটে উঠলে নারকোল কোরা টা ভালোভাবে মিশিয়ে, জলটা শুকনো হওয়া অবধি নেড়ে যেতে হবে।

  2. 2

    এবার প্যানে দুধটা একটু গরম করে তাতে ঘি, এলাচ গুঁড়ো ও চালের গুঁড়ো মিশিয়ে ছানাটা ভালো ভাবে মিশিয়ে, নামিয়ে ঠাণ্ডা করে, এর সাথেনারকেল কোরা টা আটা মাখার মতো মেখে মন্ড তৈরী করতে হবে।

  3. 3

    এবার মন্ডের মধ্যে ২ ফোঁটা কমলা খাবার রং মেশাতে হবে।

  4. 4

    এখন মোদক মোল্ড খুলে তাতে ঘি মাখিয়ে তার মধ্যে মন্ড থেকে কিছুটা দিয়ে টাইট করে চেপে বন্ধ করতে হবে। তারপর খুলে মোদক বের করে নিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

Similar Recipes