ছাতুর পরোটা (chaatur parota recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#GA4
#week7
ব্রেকফাস্ট বেছে নিয়েছি,এবারের ধাঁধা থেকে। সকালের জলখাবারের জন্য খুবই সুস্বাদু ও সকলের পছন্দের রেসিপি।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
৩ জনের জন্য
  1. ৩ কাপ ময়দা
  2. ২ কাপ ছাতু
  3. ১ চিমটি হিং
  4. ১ টেবিল চামচসর্ষের তেল
  5. পরিমাণ অনুযায়ীকাঁচা লঙ্কা বাটা
  6. ভাজা মশলার জন্য:-
  7. ১চা চামচ গোটা জিরে
  8. ২ টি শুকনো লঙ্কা
  9. স্বাদ অনুযায়ীনুন চিনি
  10. পরিমাণ অনুযায়ীভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে ভাজা মশলার জন্য, একটি শুকনো কড়া গরম করে তাতে, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ভাজতে হবে । ভাজার সুগন্ধ উঠলে নামিয়ে নিতে হবে। এবার ছাতুও একইভাবে শুকনো কড়াতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে, হিং ফোরন দিয়ে স্বাদ মতো লঙ্কাঁ বাটা, নুন চিনি এবং ভাজা মশলার গুঁড়ো ও ভাজা ছাতু দিয়ে অল্প জলের ছিটে দিয়ে নাড়াচাড়া করে মন্ড তৈরি করে নিতে হবে।

  3. 3

    এরপর কড়া থেকে তৈরি করা ছাতুর মন্ড একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়ে লেচি কেটে নিতে হবে।

  4. 4

    এবার ময়দা একটি পাত্রে ঢেলে নিয়ে, এক চিমটি নুন ও দু টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

  5. 5

    এরপর ময়দার লেচি গুলি লুচির মতো বেলে ভেতরে ছাতুর পুর ভরে রুটির আকারে বেলে নিতে হবে।

  6. 6

    এরপর তাওয়া গরম করে পরোটা দিয়ে অল্প আঁচে সেকে নিয়ে ঘি অথবা সাদা তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে গরম গরম ছাতুর পরোটা।

  7. 7

    এবার তৈরি ছাতুর পরোটা। গরম গরম সেজোয়ান সস্ দিয়ে পরিবেশন করতে হবে।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি

দ্বারা রচিত

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

Similar Recipes