চিলি চিকেন(chilli chicken recipe in Bengali)

Parna Dutta
Parna Dutta @cook_26441927

#ebook2
অতন্ত সুস্বাদু একটি চাইনিজ খাবার।নান,রুটি,এমনকি চাউমিন এর সাথেও পরিবেশন করা যায়।

  চিলি চিকেন(chilli chicken recipe in Bengali)

#ebook2
অতন্ত সুস্বাদু একটি চাইনিজ খাবার।নান,রুটি,এমনকি চাউমিন এর সাথেও পরিবেশন করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25মিনিট
4 জন
  1. 6 টারিং করে কাটা পেঁয়াজ
  2. 2 টোক্যাপ্সিকাম
  3. 2 টোটমেটো রিং করে কাটা
  4. 500 গ্রামহাড় ছাড়া মুরগির মাংস
  5. পরিমাণ মতোসোয়া সস্
  6. 3 চা চামচলঙ্কা গুঁড়ো
  7. 2 চা চামচ জিরা গুঁড়ো
  8. 2চা চামচ ধনে গুঁড়ো
  9. স্বাদমতো নুন
  10. 1/2 কাপ সাদা তেল
  11. স্বাদমতোকাচা লঙ্কা
  12. 2 চা চামচ কর্ণ ফ্লওয়ার
  13. প্রয়োজন মতটমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

25মিনিট
  1. 1

    মাংস ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রাখতে হবে নুন, গোল মরিচ গুঁড়ো,3চামুচ কনফ্লোয়ার, একটা ডিম ভেঙ্গে ভালো করে ম্যারিনেট করতে হবে 15-20মিনিট।

  2. 2

    এবার কড়াই তে তেল দিয়ে ম্যারিনেট করা মাংস গুলো ভেজে উঠিয়ে নিতে হবে।

  3. 3

    সেই তেল এই কুচি করা রসুন আর আদা ফরন দিয়ে পেঁয়াজ গুলো দিয়ে দিতে হবে

  4. 4

    পেঁয়াজ হালকা লালচে হলে ক্যাপ্সিকাম দিতে হবে

  5. 5

    সব শেষে টমেটো গুলো দিয়ে একটু ভেজে নিতে হবে সাথে চিরে রাখা কাচা লঙ্কা স্বাদ মত।

  6. 6

    এবার পরিমাণ মত নুন,2চামুচ জিরা গুঁড়া,2চামুচ ধনিয়া গুড়া,3চামুচ লঙ্কা গুড়া দিয়ে নাড়াচাড়া করতে হবে 2মিনিট।

  7. 7

    এবার 1.5 চামচ সোয়া সস্ দিয়ে মিশিয়ে মাংস গুলো দিয়ে দিতে হবে

  8. 8

    আঁচ কমিয়ে ঢেকে 5মিনিট রান্না করতে হবে,তেল বেড়িয়ে গেলে,টমেটো সস দিতে হবে 5চামুচ।

  9. 9

    সব শেষে জলে কনফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিতে হবে। আরও 2মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Parna Dutta
Parna Dutta @cook_26441927

Similar Recipes