টমেটোর চাটনি (tomato chatni recipe in Bengali)

Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

#ebook2
#দুর্গাপূজা
দুর্গাপূজা মানেই জমিয়ে খাওয়া দাওয়া। আর তাই শেষ পাতে একটু চাটনি না হলে জমে না।

টমেটোর চাটনি (tomato chatni recipe in Bengali)

#ebook2
#দুর্গাপূজা
দুর্গাপূজা মানেই জমিয়ে খাওয়া দাওয়া। আর তাই শেষ পাতে একটু চাটনি না হলে জমে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
4 সারভিংস
  1. 2 টি বড়ো সাইজের পাকা টমেটো
  2. 5 টিখেজুর
  3. 14-15 টিকিশমিশ
  4. 50 গ্রামআমসত্ত্ব
  5. 1/2 শুকনো লঙ্কা
  6. 1/4 চা চামচপাঁচ ফোড়ন
  7. 1/2 কাপচিনি (স্বাদ অনুযায়ী)
  8. 1 চিমটিনুন
  9. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1 চা চামচসর্ষের তেল
  11. 1 চা চামচপাতিলেবুর রস
  12. প্রয়োজন অনুযায়ী জল

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। খেজুরের দানা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমসত্ত্ব ছোট ছোট করে কেটে নিয়েছি। কিসমিশ জলে ভিজিয়ে রেখেছি।

  2. 2

    সবকিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি।

  3. 3

    কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো ও নুন দিয়ে ভেজে নিয়েছি।

  4. 4

    টমেটো নরম হয়ে গেলে জল ও হলুদ গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিয়েছি।

  5. 5

    এবার চিনি দিয়েছি।

  6. 6

    এরপর কিসমিশ, খেজুর, আমসত্ত্ব দিয়ে ফুটিয়ে নিয়েছি। ঘন ও চিটচিটেভাব এসে গেলে পাতিলেবুর রস দিয়ে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

Similar Recipes