কাতলা মাছের কালিয়া (katla macher kalia recipe in bengali)

Nabanita Sarkar Modak
Nabanita Sarkar Modak @cook_25535105

#ebook2
#দূর্গাপূজা
দুর্গাপূজায় বাঙালীদের খাওয়াদাওয়া জমজমাট হবেনা সেটা কখনও হয়।আমি দুর্গাপূজায় কাতলা মাছের কালিয়া অবশই বানিয়ে থাকি আপনারাও ট্রাই করতে পারেন।

কাতলা মাছের কালিয়া (katla macher kalia recipe in bengali)

#ebook2
#দূর্গাপূজা
দুর্গাপূজায় বাঙালীদের খাওয়াদাওয়া জমজমাট হবেনা সেটা কখনও হয়।আমি দুর্গাপূজায় কাতলা মাছের কালিয়া অবশই বানিয়ে থাকি আপনারাও ট্রাই করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪-৫ জনের জন্য
  1. ৬০০গ্রাম কাতলা মাছ
  2. পরিমাণ মতো সর্ষে তেল
  3. স্বাদ মতো নুন
  4. প্রয়োজন মতো জল
  5. ৩টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি
  6. ১চা চামচের অল্প বেশি হলুদ গুঁড়ো
  7. ১চা চামচকাঁচা লঙ্কা বাটা
  8. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১/২চা চামচ চিনি
  10. ১চা চামচ আদাবাটা
  11. ১চা চামচ রসুন বাটা
  12. ১টিচমেটো পেস্ট
  13. ২টেবিল চামচ টক দই
  14. ১চা চামচ জিরা বাটা
  15. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে মাছগুলি ভালো করে ধুয়ে নুনহলুদ মাখিয়ে ৫মিনিট রেখে দেবো।এবার ওভেনে কড়া বসিয়ে সর্ষে তেল দিয়ে গরম করে নেব ।এবার মাছের টুকরো গুলি একে একে কড়াতে দিয়ে দেবো হাল্কা বাদামী করে ভেজে নিয়ে নামিয়ে নেব।

  2. 2

    এবার ওই কড়াতেই আরো খানিকটা তেল দিয়ে তেজপাতা,এলাচ ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটু ভেজে নিয়ে কেটে রাখা পেয়াজগুলি ও স্বাদ মতো নুন দিয়ে বাদামী করে ভেজে নেব।

  3. 3

    পেয়াজভাজা হয়ে গেলে বেটে রাখা আদা রসুন জিরা বাটা কড়াতে দিয়ে দেবো।কিছুক্ষণ ভেজে নিয়ে হলুদগুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আরো কিছুক্ষণ ভেজে নেব।

  4. 4

    এবার পেস্ট করে রাখা টমেটো কড়াতে দিয়ে ভালো করে নাড়তে থাকব।এরপর টকদই মিশিয়ে দেবো।কিছুক্ষণ রান্না করে নেব।

  5. 5

    এবার ১/২চা চামচ চিনি ও বেটেরাখা কাজু কড়াতে মিশিয়ে কিছুখন রান্না করে নেব। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো।

  6. 6

    ২০-২৫মিনিট রান্না করে ভেজে রাখা মাছগুলি কড়াতে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে গরম মশালা দিয়ে নামিয়ে দিবো। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো কাতলা মাছের কালিয়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Sarkar Modak
Nabanita Sarkar Modak @cook_25535105

Similar Recipes