ইডলি উপমা(Idli upma recipe in bengali)

Mousumi Sengupta
Mousumi Sengupta @cook_24680341

পরে থাকা আর বাড়িতে বানানো ইডলি বানানোর মিক্সচার নিয়ে খুব সহজেই সন্ধ্যের টিফিন বা সকালের জলখাবারে তৈরি করে ফেলতে পারি চটপটা আর মজাদার খাওয়ার ইডলি উপমা।

ইডলি উপমা(Idli upma recipe in bengali)

পরে থাকা আর বাড়িতে বানানো ইডলি বানানোর মিক্সচার নিয়ে খুব সহজেই সন্ধ্যের টিফিন বা সকালের জলখাবারে তৈরি করে ফেলতে পারি চটপটা আর মজাদার খাওয়ার ইডলি উপমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ২চা চামচনুন
  2. ১ টা বড় পেঁয়াজ কুচি
  3. ২চা চামচ টমেটোর সস
  4. ২টিকাঁচালঙ্কা কুচি
  5. ১চা চামচগোটা সর্ষে
  6. ১চা চামচলঙ্কার গুঁড়ো
  7. ৫গ্রামধনেপাতা কুচি
  8. ৫গ্রামকারিপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    আগে থেকে তৈরি করে রাখা ইডলির বানানোর মিক্সচার দিয়ে আমি প্রথমে ইডলি বানিয়ে নিয়েছি।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে সর্ষে ফোরন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিয়েছি

  3. 3

    এবার কড়াইতে আগে থেকে করে রাখা ইডলি গুলিকে ভেঙে দিয়ে দিয়েছি,,আর তাতে পরিমাণ মতো নুন দিয়েছি।

  4. 4

    এবার দিয়েছি কড়াইতে টমেটোর সস আর সামান্য লঙ্কার গুড়ো।

  5. 5

    আর ও দিয়েছি কড়াইতে ধনেপাতা,কারিপাতা আর কাঁচালঙ্কা

  6. 6

    এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে ইডলি উপমা।

  7. 7

    চটপটা আর মজাদার এই রেসিপি তোমরাও বানিয়ে দেখো,,খুব ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Sengupta
Mousumi Sengupta @cook_24680341
আমি একজন হোমমেকার,,,ভালোবাসি নতুন নতুন রেসিপি খুঁজে রান্না করতে ,,আর সেই রান্না সুন্দরভাবে পরিবেশন করে সবাই কে খাওয়াতে।
আরও পড়ুন

Similar Recipes