চীজ ব্রেড উপমা(Cheese bread upma recipe in bengali)

Subhoshree Das
Subhoshree Das @subhoshree199493
Dankuni

#GA4
#week5
নরমাল ব্রেড উপমা তে আমার স্পেশাল টুইস্ট
কেমন লাগলো?

চীজ ব্রেড উপমা(Cheese bread upma recipe in bengali)

#GA4
#week5
নরমাল ব্রেড উপমা তে আমার স্পেশাল টুইস্ট
কেমন লাগলো?

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
১ জন
  1. ৪ টি ব্রেড স্লাইস
  2. ১টিচীজ স্লাইস
  3. ২টি কাঁচা লঙ্কা কুচি
  4. ১টি ছোটো টমেটো কুচি
  5. ১টি ছোটো পেঁয়াজ কুচি
  6. ১ চা চামচ আদা কুচি
  7. ১/৪চা চামচ গোটা সর্ষে
  8. ২ চিমটি হিং
  9. ৫-৬টি কারিপাতা
  10. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/৪চা চামচ কাশ্মিরি লঙ্কা গুঁড়ো
  12. ১/৮ চা চামচ চিনি
  13. ১ চা চামচ লেবুর রস
  14. ১.৫ টেবিল চামচ তেল
  15. পরিমানমতো ধনে পাতা কুচি
  16. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে ব্রেড গুলো ছোট ছোট টুকরো করে নিতে হবে।

  2. 2

    তারপর শুকনো কড়াইতে টুকরো করা ব্রেড গুলো কম আঁচে ২ মিনিট মতো টোস্ট করে নিতে হবে।

  3. 3

    তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা সর্ষে,কারিপাতা,হিং,কাঁচা লংকা ফোড়ন দিয়ে একটু ভেজে তার মধ্যে আদা কুচি দিয়ে আরো ৩০ সেকেন্ড মতো ভেজে নিতে হবে।

  4. 4

    ভাজা হয়ে গেলে একে একে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে নিয়ে তার মধ্যে টমেটো কুচি,নুন,চিনি,হলুদ গুঁড়ো,কাশ্মিরি লঙ্কা গুঁড়ো,ধনে পাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  5. 5

    কষানো হয়ে গেলে মাসালার মধ্যে ব্রেড এর টুকরো গুলো আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    তারপর আঁচ একদম কমিয়ে দিয়ে উপর থেকে গ্রেট করা চীজ ছড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ২ মিনিট এর জন্য।

  7. 7

    চীজ গলে গেলে প্লেটে নামিয়ে নিয়ে উপর থেকে চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhoshree Das
Subhoshree Das @subhoshree199493
Dankuni

Similar Recipes