চিঁড়ের পোলাও(chirer polau recipe in bengali)

BR
BR @bondovrfood007
Kolkata:India

এটি গ্লুটেন বিহীন, ফাইবার যুক্ত সুষম খাদ্য যা জলযোগের পদ হিসেবে আদর্শ। অ্যান্টি-অক্সিডেন্ট উপাদানে ভরপুর এই পদটির 70% হেলদি কার্বোহাইড্রেট এবং মাত্র 30% ফ্যাটের কারণে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সক্ষম।

চিঁড়ের পোলাও(chirer polau recipe in bengali)

এটি গ্লুটেন বিহীন, ফাইবার যুক্ত সুষম খাদ্য যা জলযোগের পদ হিসেবে আদর্শ। অ্যান্টি-অক্সিডেন্ট উপাদানে ভরপুর এই পদটির 70% হেলদি কার্বোহাইড্রেট এবং মাত্র 30% ফ্যাটের কারণে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সক্ষম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3জন
  1. 1 কাপমোটা চিঁড়ে
  2. 1 টিআলু
  3. 1 টিপেঁয়াজ
  4. 1 টিগাজর
  5. 50 গ্রামবিন্স
  6. 2 টিকাঁচা লঙ্কা
  7. 1/4 কাপকাঁচা বাদাম
  8. 25 গ্রামকিশমিশ
  9. 2টেবিল চামচ নারকেল কুচি
  10. 1টেবিল চামচ ধনে পাতা কুচি
  11. 1/2পাতিলেবুর রস
  12. 2টেবিল চামচ ভেজিটেবল অয়েল
  13. 1 চা চামচঘী
  14. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  15. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  16. প্রয়োজন মতোজল
  17. ফোড়নের উপকরণ
  18. 1/2 চা চামচছোটো দানার কালো সরষে
  19. 1 চা চামচআস্ত বিউলির ডাল
  20. 1 চা চামচআদা কুচি
  21. 1 টিগোটা শুকনো লঙ্কা
  22. 1/4 চা চামচহিং

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে একটি ঝাঁঝরিতে চিঁড়ে নিয়ে কলের জলের নীচে ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ ও চিনি মাখিয়ে রাখতে হবে। তারপর সব্জি গুলোও ধুয়ে কুচি করে কেটে রাখতে হবে।

  2. 2

    এবারে কড়াইতে তেল গরম করে তাতে প্রথমে বাদাম ও কিশমিশ ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    এবারে ওই তেলে ফোড়ন দিয়ে সেটা একটু নেড়ে প্রথমে পেঁয়াজ ছেড়ে কিছুক্ষণ ভেজে তারপর বাকি সব সব্জি মিশিয়ে মাঝারি আঁচে 5মিনিট ঢাকনা দিয়ে সাতলাতে হবে। এই সময় স্বাদ অনুযায়ী নুন যোগ করতে হবে।

  4. 4

    মিনিট পাঁচেক পর ¼কাপ জল দিয়ে সব্জি সিদ্ধ হাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর সব্জি সিদ্ধ হয়ে গেলে ওতে ধুয়ে রাখা চিঁড়ে যোগ করে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে শেষে কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস ও ঘী ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিঁড়ের পোলাও।

  5. 5

    আর গরম গরম পরিবেশন করার সময় উপর থেকে ভাজা বাদাম, কিশমিশ, নারকেল এবং ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে উপভোগ করুন এই স্বাস্থ্যকর পদটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
BR
BR @bondovrfood007
Kolkata:India
still learning & trying to create #RECIPES with soulfollow me on:www.instagram.com/br_lovonio
আরও পড়ুন

Similar Recipes