ক্রিমি গার্লিক স্যুপ উইথ ক্রিস্পি ক্রুটনস(Creamy garlic soup crispy croutons recipe in Bengali)

OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata

#শীতকালীনস্যুপ
শীতের মরসুমে এক বাটি সুস্বাদু সুপ মন ও শরীর দুই ভালো করে দেয়।তাই শেয়ার করে নিলাম ক্রিমি গার্লিক সুপ উইথ ক্রিস্পি ক্রুটনস এর রেসিপি।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
২ জন
  1. ৪-৫ টেবিল চামচ মাখন
  2. ২ টি মাঝারি পেঁয়াজ কুচি
  3. ২ টেবিল চামচ পেঁয়াজ কলি কুচি
  4. ১০-১২ টা রসুন কোয়া কুচি
  5. ২ টো মাঝারি আলু
  6. ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া
  7. স্বাদ মতনুন
  8. ২ কাপ চিকেন স্টকস
  9. ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  10. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  11. ক্রুটনস এর জন্য
  12. ২-৩ টি ব্রেড স্লাইস
  13. পরিমাণ মতভাজার জন্য মাখন

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    ক্রিমি গার্লিক সুপ উইথ ক্রিস্পি ক্রুটনস বানানোর জন্য একটি ফ্রাই প্যানে মাখন এবং তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কলি কুচি দিয়ে দিতে হবে।

  2. 2

    এরপর ৪-৫ মিনিট মাঝারি আঁচে ভাজা হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিতে হবে। ৩-৪ মিনিট মাঝারি আঁচে ভেজে নিয়ে কেটে রাখা আলু তাতে দিয়ে দিতে হবে।

  3. 3

    এরপর ২ কাপ চিকেন স্টকস দিয়ে গোলমরিচ গুঁড়া, স্বাদ মত নুন এবং ২ টেবিল চামচ ফ্রেস ক্রিম দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ২৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে।

  4. 4

    ২৫ মিনিট পর ঠাণ্ডা করে মিক্সার গ্ৰাইন্ডার এ নিয়ে ভালো করে স্মুথ পেস্ট করে নিয়ে ৫-৬ মিনিটের জন্য আবার ফুটিয়ে নিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে

  5. 5

    ক্রুটনস এর জন্য ব্রেড ছোট কুচি করে কেটে মাখনে ক্রিস্পি করে ভেজে নিলেই ক্রুটনস তৈরি হয়ে যাবে

  6. 6

    গরম গরম স্যুপ এর উপর ক্রিস্পি ক্রুটনস ছড়িয়ে পরিবেশন করতে হবে ক্রিমি গার্লিক সুপ।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata
Ranna Korte khub I valobasi..
আরও পড়ুন

Similar Recipes