হেলদি ক্রিমি টম্যাটো স্যুপ (healthy creamy tomato soup recipe in Bengali)

Madhumita Dasgupta
Madhumita Dasgupta @cook_16906395
জামশেদপুর

হেলদি ক্রিমি টম্যাটো স্যুপ (healthy creamy tomato soup recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আধ ঘন্টা।
৩ জন।
  1. ৫৫০ গ্রাম টম্যাটো
  2. ১ টি বড় টম্যাটো কুচি
  3. ১ চা চামচ আদা কুচি
  4. ১চা চামচ রসুন কুচি
  5. ২ টেবিল চামচ মাখন
  6. স্বাদমতোনুন ও চিনি
  7. ১/২ কাপ ক্রিম
  8. ১ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো
  9. ১ চা চামচ ময়দা

রান্নার নির্দেশ সমূহ

আধ ঘন্টা।
  1. 1

    তাজা টম্যাটো ধুয়ে পরিষ্কার করে কেটে টুকরো করে নিলাম।

  2. 2

    একটি ননস্টিক প্যান গরম করে মাখন দিয়ে মাখন গলে গেলে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা ভেজে নিলাম।

  3. 3

    এবার ওর মধ্যে দিলাম আদা ও রসুন কুঁচি। একটু ভেজে দিলাম টম্যাটো কুঁচি ও নুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

  4. 4

    কিছুক্ষণ পর টম্যাটো ভালো করে গলে গেলে ওই মিশ্রণ মিক্সি তে দিয়ে ভালো করে পিষে নিলাম।

  5. 5

    এবার ওই মিশ্রণ ঠান্ডা করে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম।

  6. 6

    এবার প্যান আবার গরম করে মাখন দিয়ে গলিয়ে ময়দা দিয়ে নেড়ে মিশ্রণ বানিয়ে নিলাম।

  7. 7

    এবার ছেঁকে নেওয়া টম্যাটো মিশ্রণ দিলাম। একটু জল দিলাম। ভালো করে মিশিয়ে আধ কাপ ক্রীম মিশিয়ে দিলাম। সবশেষে গোলমরিচ গুঁড়ো ও প্রয়োজনমতো নুন ও চিনি মিশিয়ে দিলাম। এবার গ্যাস ওভেন অফ করলাম।

  8. 8

    তৈরি হয়ে গেল শীতকালের জন্য উপযুক্ত হেলদি ক্রিমি টম্যাটো স্যুপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhumita Dasgupta
Madhumita Dasgupta @cook_16906395
জামশেদপুর
মধু'স কিচেন
আরও পড়ুন

Similar Recipes