চিকেন গার্লিক স্যূপ(Chicken garlic soup recipe in Bengali)

Mahua Chakraborty Swami
Mahua Chakraborty Swami @Mahua28_6_11
Guwahati

চিকেন গার্লিক স্যূপ(Chicken garlic soup recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৬-৭ টুকরো বোনলেস চিকেন
  2. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  3. ১/২ কাপ পেঁয়াজ পাতা কুচি
  4. ১/২ চা চামচ + ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  5. স্বাদমতোনুন
  6. ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  7. ২ টেবিল চামচ বাটার / মাখন
  8. ১ টেবিল চামচ টমেটো সস
  9. ১ চা চামচ সয়াসস
  10. ১ টেবিল চামচ রেড চিলি সস
  11. ১ টেবিল চামচ + ২ কোয়া রসুন কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি মিক্সিতে চিকেন টকরো, নুন স্বাদমতো,২ কোয়া রসুন কুচি, ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো একসাথে পেস্ট করে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে, কড়াইতে ১ টেবিল চামচ বাটার গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে সামান্য ভেজে নিতে হবে।

  2. 2

    এবার পরিমাণ মতো জল দিতে হবে, জল গরম হলে চিকেন বল দিয়ে ঢেকে জল ফুটে আসা পর্যন্ত রান্না করতে হবে, জল ফুটে এলে কর্নফ্লাওয়ার(জল দিয়ে গুলে নেয়া) ও পেঁয়াজ পাতা কুচি মিশাতে হবে।

  3. 3

    এরপর নুন, সয়াসস, রেড চিলি সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে কিছুসময় রান্না করে নামিয়ে নিতে হবে। অন্য দিকে একটি প্যানে ১ টেবিল চামচ বাটারে ১ টেবিল চামচ রসুন কুচি সামান্য ভেজে নিয়ে স্যূপে ঢেলে দিতে হবে। তৈরি হয়ে গেল চিকেন গার্লিক স্যূপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahua Chakraborty Swami
Guwahati

Similar Recipes