ডিম আর মুসুর ডালের ধোঁকার ডালনা (dim musur daler dhokar dalna recipe in bengali)

Sarmistha Dasgupta
Sarmistha Dasgupta @cook_27177071

#worldeggchallenge
বাড়িতে মাছ,মাংস না থাকলেই ডিম আর মুসুর ডাল দিয়ে বানিয়ে ফেলুন এই মজাদার  ধোঁকার ডালনা।
কষা মাংসের স্বাদ কে হার মানানো একটি ডিশ, এক ঘেঁয়েমি রান্না খেতে যাঁদের ভালো লাগে না তারা এই ডিশ টি ঝট পট করে ফেলতে পারেন।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

40 মিনিট
৪জনের জন্য
  1. ১ কাপমুসুর ডাল
  2. ৩টি ডিম
  3. ১চা চামচ রসুন বাটা
  4. ১চা চামচ আদাবাটা
  5. ১চা চামচ হলুদ গুঁড়ো
  6. ২চা চামচ জিরে গুঁড়ো
  7. স্বাদমতোনুন
  8. ২টিশুকনোলঙ্কা
  9. ১/২ চা চামচগোটা জিরে
  10. ২ টিতেজপাতা
  11. ১টিটমেটো কুচি
  12. ১টিপেঁয়াজ কুচি
  13. পরিমা ন মতোসাদাতেল
  14. পরিমাণ মতোময়দা অল্প পরিমাণে বেটার বানানো র জন্যে
  15. প্রয়োজন মতো গোটা গরম মসলা
  16. ১/২ চা চামচগরম মাশালা গুঁড়ো
  17. পরিমাণ মতোধনে পাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    মুসুর ডাল জলে 30মিনিট ভিজিয়ে রাখতে হবে,তারপর জল টা শুকনো করে নিয়ে ডিম গুলো কে ফাটিয়ে ডাল এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    তার পর করাই গরম করে তেল দিতে হবে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে রসুন বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে রসুন এর কাঁচা গন্ধ টা চলে যায়।তার পর পেস্ট করে নেয়া ডাল টা করাই তে দিয়ে ভালো করে নাড়তে হবে বাকি জল টা শুকনো হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

  3. 3

    যে পাত্রে নামাবো ওই পাত্র টি তে আগে তেল মাখিয়ে নিতে হবে,তার ওপর পাতিয়ে দিতে হবে।তার পর ধোঁকার মত করে পিস পিস করে কেটে নিতে হবে।

  4. 4

    আবার করাই তে তেল গরম করে নিতে হবে ধোঁকা গুলো ভাজার জন্য।ভাজার আগে মইদার পাতলা বেটার করে ধোকা গুলো ডুবিয়ে নিতে হবে জাতে ঘকা গুল ভহেংএ না যায় ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে।এর পর ডালনা বানাতে হবে।

  5. 5

    ডালনা বানাতে গেলে করাই তে গোটা গরম মসলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি,টমেটো কুচি,নুন,জিরেগুর আধাচা চামচ,ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,আদা,রসুন বাটা নুন আর হলুদ গুর পরিমান মত দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে কাঁচা মশলার গন্ধো টা না থাকে।

  6. 6

    তার পর জল দিয়ে ফুটে ওঠার পর ধোঁকা গুলো দিয়ে চাপা দিয়ে দিতে হবে,কিছু ক্ষণ পর জল টা শুকিয়ে গেলে অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।তার পর ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে দিতে হবে বেশ রেডি এই সুন্দর লোভনীয় ডিশ টি।মুসুর ডাল আর ডিম দিয়ে ধোঁকার ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Sarmistha Dasgupta
Sarmistha Dasgupta @cook_27177071

Similar Recipes