আপেল কেক উইথ টুটিফ্রুটি ও চকোলেট সস(apple cake with tutti frutti chocolate sauce recipe in bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#CookpadTurns4
কুকপ্যাডের জন্মদিন উপলক্ষ্যে প্রথমে যে ফল দিয়ে রান্নার কথা বলা হয়েছে তাতে আমি আপেল দিয়ে অসাধারণ স্বাদের এক কেক বানালাম।এছাড়াও এই কেকের ভেতরে আছে দারচিনি ও টুটিফ্রুটির গন্ধ ও স্বাদ।আর আছে গারনিশিংয়ে চকোলেট সস।

আপেল কেক উইথ টুটিফ্রুটি ও চকোলেট সস(apple cake with tutti frutti chocolate sauce recipe in bengali)

#CookpadTurns4
কুকপ্যাডের জন্মদিন উপলক্ষ্যে প্রথমে যে ফল দিয়ে রান্নার কথা বলা হয়েছে তাতে আমি আপেল দিয়ে অসাধারণ স্বাদের এক কেক বানালাম।এছাড়াও এই কেকের ভেতরে আছে দারচিনি ও টুটিফ্রুটির গন্ধ ও স্বাদ।আর আছে গারনিশিংয়ে চকোলেট সস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1:20 মিনিটস
৬-৮জন
  1. ২কাপ চেলে নেওয়া ময়দা
  2. ৩/৪কাপ মোটা দানার চিনি
  3. ১/২টেবিল চামচ বেকিং পাউডার
  4. ১টি ডিম
  5. ১০০গ্রাম চিলড আমূল বাটারের(ফ্রিজ থেকে তক্ষুনি বার করা)ছোট টুকরো
  6. ১কাপ(কম-বেশি হতে পারে)তরল দুধ
  7. ২টি মাঝারি মাপের আপেল
  8. ২টেবিল চামচ টুটিফ্রুটি
  9. ১/২ চা চামচ দারচিনি গুঁড়ো
  10. ৩টেবিল চামচ গুঁড়ো চিনি
  11. সামান্যপাতিলেবুর রস(হাফের একটু কম লেবুর রস)
  12. পরিমাণ মতোকেকটিন ব্রাশ করার জন্য সাদা তেল/বাটার,সামান্য ময়দা, বাটার পেপার
  13. ১চা চামচ চকোলেট সস ও একটা চকোলেটের টুকরো সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

1:20 মিনিটস
  1. 1

    ওভেন প্রি-হিট করে নেব প্রথমে।তারপর সুইচ অফ করে দেব।

  2. 2

    চালুনিতে ময়দা চেলে রেখে দেব একটি বড় পাত্রে।

  3. 3

    মিশিয়ে দেব এর সাথে এক এক করে চিনি, বেকিং পাউডার, ডিম ও টুকরো করে কাটা বাটার।

  4. 4

    হাত দিয়ে মেখে নেব ভালো করে।চিনি ও বাটার গলে গেলে ময়দা মাখা হয়ে যাবে।

  5. 5

    এরপর কিছুটা আলাদা করে সরিয়ে রেখে বাকিটায় অল্প অল্প করে দুধ মিশিয়ে একটু ঘনত্বটা হালকা করে নেব,তবে তরল করে একদমই নয়।

  6. 6

    পরিমানে কম ময়দা মাখার যে অংশটা সরিয়ে রেখেছিলাম তাতেও অল্প দুধ ও টুটিফ্রুটি মিশিয়ে ফেটিয়ে নেব ভালো করে।

  7. 7

    আপেলের খোসা ছাড়িয়ে কেটে নেব ছোট কিউব করে।তাতে লেবুর রস, চিনির গুঁড়ো, দারচিনি গুঁড়ো ছড়িয়ে মাখিয়ে নেব বেশ করে।

  8. 8

    এবারে কেকটিনের গায়ে তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে দেব উপর দিয়ে।তার উপরে মেপে কেটে নেওয়া বাটার পেপার বসিয়ে একটু বাটার ব্রাশ করে দেব।

  9. 9

    আমি দুটো কেক বানাব বলে দুটি পাত্র রেডি করেছি এমনভাবে।এবারে তুলনামূলক যেটা একটু তরল বেশি সেটাকেই দিয়েছি ঢেলে প্রথম স্তর হিসেবে।

  10. 10

    তারপর দিয়েছি আপেল সাজিয়ে।সব শেষে দিয়েছি টুটিফ্রুটি মেশানো ব্যাটার,স্প্যাচুলা দিয়ে সমান করে দিয়েছি তা।

  11. 11

    উপর দিয়ে আরেকটু আপেল কুচি ছড়িয়ে বেক করতে দিয়েছি ওভেনে।লো র্যাকে কেকটিন বসিয়ে 180℃এ 50 মিনিটস বেক করেছি।আমি পাত্র দুটি রাকের নীচে-উপরে বসিয়ে বেক করেছি একই সঙ্গে।

  12. 12

    হয়ে গেলে ওভেন থেকে বার করে দশ মিনিট বাইরে রেখেছি ও তারপর ডিমোল্ড করেছি।

  13. 13

    অনায়াসে উঠে এসেছে কেক।এবারে চকোলেট সস ছড়িয়ে ও আরেকটায় না ছড়িয়ে কেটে কেটে পরিবেশন করেছি পরিবারের সকলকে।

  14. 14

    সকলেই খেয়ে কিন্তু পুরো বাকরুদ্ধ😊এত জুসি ও এত টেস্টি হয়েছে এই কেক।বানিয়ে ফেলো এবারে তুমিও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes