চিলি চিকেন (Chilli chicken recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#GA4
#Week13
এই সপ্তাহে র ধাঁধা র থেকে আমি চিলি শব্দটি বেছে নিয়েছি।

চিলি চিকেন (Chilli chicken recipe in Bengali)

#GA4
#Week13
এই সপ্তাহে র ধাঁধা র থেকে আমি চিলি শব্দটি বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ২৫০ গ্রাম ক্যাপ্সিকাম
  3. ২ টো পেঁয়াজ
  4. ৫-৬ কোয়া রসুন
  5. ১ ইঞ্চি আদার টুকরো
  6. ৫-৬ টা কাঁচা লঙ্কা কুচি
  7. ১ টেবিল চামচ সয়া সস
  8. ১ টেবিল চামচ ভিনিগার
  9. ১ টেবিল চামচ টমেটো সস
  10. ১ টেবিল চামচ রেড চিলি সস
  11. ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
  12. ১ টা ডিম
  13. পরিমাণ মতো সাদা তেল
  14. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেনটা ভিনিগার, ১ চা চামচ সয়া সস,১ চা চামচ আদা রসুন বাটা আর নুন দিয়ে মাখিয়ে ২ ঘন্টা রেখে দিতে হবে। তারপর তাতে ১ চা চামচ কর্ন ফ্লাওয়ার আর ডিম ভেঙে মিশিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে একটা একটা করে চিকেন গুলো ভেজে তুলে রাখতে হবে ।

  3. 3

    তারপর ঐ তেলে আরো একটু তেল দিয়ে প্রথমে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর তাতে কিউব করে কাটা ক্যাপ্সিকাম দিয়ে ভাজতে হবে। তারপর তাতে কাঁচা লংকা কুচি, ১ চা চামচ আদা রসুন কুচি আর নুন দিয়ে নাড়তে হবে।

  4. 4

    ২-৩ মিনিট পর তাতে ১ টেবিল চামচ টমেটো সস আর রেড চিলি সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর তাতে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর ১/২ কাপ জল দিয়ে ৫ মিনিট ঢেকে দিতে হবে ।তারপর ঢাকা তুলে একটা বাটিতে অল্প জল দিয়ে ১ চা চামচ কর্ন ফ্লাওয়ার গোলে ঢেলে ভালোভাবে নাড়তে হবে। তারপর ওপর দিয়ে ১ চা চামচ সয়া সস দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

মন্তব্যগুলি (13)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
দস্রুন 👍👍✌✌
আমার রেসিপি ভালো লাগলে কমেন্টস আর অনুসরণ দিও আমি দিয়েছি

Similar Recipes