মেথি শাক দিয়ে চিকেন (methi shak diye chicken recipe in Bengali)

Nilanjana Mitra
Nilanjana Mitra @cook_25526678

মেথি শাক দিয়ে চিকেন (methi shak diye chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন লোক
  1. 1 কেজিমুরগি
  2. 200 গ্রামদই
  3. 2 কাপমেথি সাগ কুচি
  4. 2 টেবিল চামচধনে গুঁড়ো
  5. 2 টেবিল চামচজিরা গুঁড়ো
  6. স্বাদ অনুসারেনুন
  7. 1 চা চামচচিনি
  8. 4 টিটমেটো মাঝারি আকারের
  9. 2 চা চামচকাশ্মীরি লাল মরিচের গুঁড়ো
  10. 4 টিপেঁয়াজ মাঝারি আকারের
  11. 8 কোয়ারসুন
  12. 1 ইঞ্চিআদা
  13. 2 চা চামচহলুদ গুঁড়ো
  14. 2 টিতেজপাটা
  15. 1/2 চা চামচআস্তো জিরা
  16. 4 টেবিল চামচসরিষার তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    মুরগীকে লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করুন 1 ঘন্টার জন্য। আলুও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করুন 1 ঘন্টার জন্য।

  2. 2

    পেঁয়াজ, রসুন এবং আদা একটি পেস্ট তৈরি করুন। টমেটোর আলাদা করে পেস্ট তৈরি করুন।

  3. 3

    কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে এতে আলু দিয়ে কিছুটা ভাজুন এবং একপাশে রাখুন। এবার একই কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে তেজপাতা এবং জিরা দিন।

  4. 4

    এখন তেলে টমেটো পেস্ট, পেঁয়াজ আদা ও রসুনের পেস্ট দিন এবং পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এগুলিকে ভাজুন। এবার পেস্টে মুরগি যোগ করুন, স্বাদ অনুযায়ী লবণ যোগ করুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো যোগ করুন এবং ভাজুন।

  5. 5

    প্রয়োজন মতো পানি যোগ করুন এবং কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিন। এবার দই নিন এবং এতে 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।এবার এই দই মুরগির সাথে মিশিয়ে মিক্স করুন।

  6. 6

    এবার এতে ভাজা আলু যোগ করুন এবং কাটা মেথি সাগ যোগ করুন এবং ভালভাবে মেশান।

  7. 7

    এবার কম শিখায় 10 মিনিট ধরে রান্না হতে দিন।

  8. 8

    10 মিনিটের পরে আপনার মেথি সাগ চিকেন ভাত বা রোটি দিয়ে গরম পরিবেশন করতে প্রস্তুত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nilanjana Mitra
Nilanjana Mitra @cook_25526678

মন্তব্যগুলি (4)

Similar Recipes