মটন বিরিয়ানি(Mutton Biriyani recipe in Bengali)

Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

#GA4
#Week16
এই সপ্তাহের ধাঁধা থেকে বিরিয়ানিকে বেছে বানিয়েছি টেস্টি টেস্টি মটন বিরিয়ানি।

মটন বিরিয়ানি(Mutton Biriyani recipe in Bengali)

#GA4
#Week16
এই সপ্তাহের ধাঁধা থেকে বিরিয়ানিকে বেছে বানিয়েছি টেস্টি টেস্টি মটন বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৪ জনের জন্য
  1. ৫০০ গ্রাম বিরিয়ানি রাইস
  2. ৫০০ গ্রাম মটন
  3. পরিমাণ মতোগোটা গরম মসলা(৮ টা এলাচ, ৬ টা লং, ২ টুকরো দারচিনি)
  4. স্বাদমতোলবণ
  5. ৬ টেবিল চামচ দুধ
  6. প্রয়োজন অনুযায়ীকয়েকটা কেশর
  7. ৪ টেবিল চামচ ঘি
  8. ২ফোঁটা ড্রপ ইয়েলো ফুডকালার
  9. ২ টেবিল চামচ আদা ও রসুনবাটা
  10. ৩ টা বড়ো পেঁয়াজ
  11. ৪ টেবিল চামচ টকদই
  12. ১/২ চা চামচ হলুদগুঁড়ো
  13. ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  14. ২ টেবিল চামচ বিরিয়ানি মসলা
  15. ২ টেবিল চামচ কেওড়ার জল
  16. ২ টেবিল চামচ গোলাপজল
  17. ৫ফোঁটা মিঠা আতর
  18. ২ টো বড়ো আলু
  19. পরিমানমতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    প্রথমে মটনটা পেঁয়াজ,আদা ও রসুনবাটা, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো, টকদই, পরিমাণমতো লবণ, ১/২ টেবিল চামচ বিরিয়ানি মসলা আর ১/২ টেবিল চামচ কেওড়ার জল দিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে ২ ঘন্টা রেখে দিতে হবে।

  2. 2

    এরপর চালটা ভালো করে ধুয়ে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে।তারপর একটা পাত্রে জল দিয়ে জলটা ফুটলে তাতে ১ টুকরো দারচিনি,৪ টে এলাচ, ২ টো লং আর সামান্য লবণ দিয়ে চালটা দিয়ে ৭/৮ মিনিট ফুটিয়ে ভাতটা ৮০% মতো রান্না করে মাড় ঝরিয়ে ভাতটা দুটো জায়গায় ছড়িয়ে রেখে দিতে হবে।

  3. 3

    তারপর আলুগুলোতে সামান্য লবণ আর ফুডকালার লাগিয়ে ৫০% মতো সেদ্ধ করে ভেজে তুলে রাখতে হবে। আর পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে একটু ব্রাউন করে ভেজে বেরেস্তা বানিয়ে তুলে রাখতে হবে।আর দুধের মধ্যে কেশর আর ফুডকালার মিশিয়ে একটা মিশ্রণ বানাতে হবে।

  4. 4

    এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে ১চা চামচ ঘি আর বাকি গোটা গরম মসলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করা মটন দিয়ে ভালো করে কষাতে হবে। ৫মিনিট হাই ফ্লেমে কষিয়ে তাতে ১/২ টেবিল চামচ বিরিয়ানিমসলা আর ১/২ টেবিল চামচ কেওড়ার জল আর আলুগুলো দিয়ে লো ফ্লেমে ঢেকে ১০ মিনিট কষিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  5. 5

    একদম শেষে এসে একটা কড়াই বা ডেচকিতে ১ চা চামচ ঘি ব্রাশ করে তাতে প্রথমে হাফ ভাত দিয়ে তার ওপর মটন আর আলুর গ্রেভিটা রেখে ১/২ টেবিল চামচ বিরিয়ানি মসলা, ১/২ টেবিল চামচ কেওড়ার জল, ১/২ টেবিল চামচ গোলাপ জল, কিছুটা বেরেস্তা,১ চা চামচ ঘি আর দুধ-কেশরের মিশ্রণ থেকে হাফ টা ঢেলে দিয়ে বাকি ভাতটা তারওপর হাত দিয়ে চেপে চেপে দিয়ে তারপর আবার বাকি বেরেস্তা, ১/২ টেবিল চামচ বিরিয়ানি মসলা, ১/২ টেবিল চামচ গোলাপজল, ১/২ টেবিল চামচ কেওড়ার জল, দুধ-কেশরের বাকি মিশ্রণটা, ১চা চামচ ঘি আর ৫ ড্রপ মিঠা আতর দিতে হবে।

  6. 6

    এবারে কড়াইয়ের ধার দিয়ে আটা লাগিয়ে দিতে হবে এবং একটা তাওয়া গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে গরম করে কড়াইতে লিড দিয়ে ঢেকে ওই তাওয়ার ওপর বসিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে ২৫ মিনিট দমে রান্না করে নিলেই রেডি হয়ে গেলো একদম দোকানের থেকেও সুস্বাদু মটন বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

Similar Recipes