ডাল মাখানি (dal makhani recipe in Bengali)

Swagata Biswas
Swagata Biswas @cook_16763977

#GA4
#week17
আমি এই সপ্তাহের ধাঁধা থেকে ডাল মাখানি বেছে নিয়েছি..আমি এটা নিজস্ব পদ্ধতি তে তৈরি করেছি..আমি এতে একটু ছলার ডাল ব্যাবহার করেছি।।আর এতে টমেটো পেস্ট এর বদলে কুচি ইউস করেছি।।এটি খেতে অতি সুস্বাদু

ডাল মাখানি (dal makhani recipe in Bengali)

#GA4
#week17
আমি এই সপ্তাহের ধাঁধা থেকে ডাল মাখানি বেছে নিয়েছি..আমি এটা নিজস্ব পদ্ধতি তে তৈরি করেছি..আমি এতে একটু ছলার ডাল ব্যাবহার করেছি।।আর এতে টমেটো পেস্ট এর বদলে কুচি ইউস করেছি।।এটি খেতে অতি সুস্বাদু

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

9 ঘণ্টা
3 জন
  1. 1 কাপকালো কলাইএর ডাল
  2. 1/2 কাপকিডনি বিন্সবা রাজমা
  3. 1/2 কাপছলার ডাল
  4. স্বাদ মতোনুন
  5. প্রয়োজন অনুযায়ীতেল ও বাটার
  6. 15 কোয়ারসুন থেঁতো করা
  7. 2 টাবড় পিয়াজ পাতলা করে কাটা
  8. 2 টাটমেটো কুচি
  9. 2 চা চামচআদা বাটা
  10. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  11. 1টেবিল চামচ জিরে গুঁড়ো
  12. 1টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো
  13. 1টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো
  14. 2 টাকাঁচা লঙ্কা কুচি
  15. 4টেবিল চামচ ক্রিম
  16. 1 টাতেজপাতা
  17. 2টেবিল চামচ গরম মসলা গুঁড়ো
  18. 2টেবিল চামচ কসুরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

9 ঘণ্টা
  1. 1

    প্রথমে সব ডাল জল দিয়ে রাত ভর ভিজিয়ে রাখলাম

  2. 2

    এরপর প্রেসার কুকারে যতক্ষণ অবধি না সেদ্ধ হল ততক্ষন সিটি মারলাম।।প্রয়োজন মতো নুন দিলাম

  3. 3

    এরপর কড়াইয়ে তেল ও বাটার দিয়ে গরম হলে তেজপাতা দিয়ে রসুন কুচি দিয়ে কাঁচা গন্ধ গেলে পিয়াজ কুচি দিয়ে নুন দিয়ে নরম হতে দিলাম

  4. 4

    এরপর ওতেই টমেটো কুচি দিয়ে নরম করে নিলাম

  5. 5

    এবার গরম মসলা ছারা বাকি মসলা গুলে এতে দিলাম কাঁচা লঙ্কা কচি গুলো ও দিলাম

  6. 6

    তেল ছেড়ে এলে ডাল সেদ্ধ গুলো দিয়ে দিলাম

  7. 7

    ভালো করে ফুটে উঠলে ক্রিম ও কসুরি মেথি দিলাম ।।ভাল করে মিলিয়ে দিলাম এরপর সব শেষে গরম মসলা গুঁড়ো দিলাম

  8. 8

    নুন চেক করে নামিয়ে ওপর থেকে কসুরি মেথি দিয়ে পয়াজের রিং দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swagata Biswas
Swagata Biswas @cook_16763977

Similar Recipes