কড়াইশুঁটির কচুরি(Koraisutir kochuri recipe in bengali)

Doyel Das
Doyel Das @cook_17768799
Udayanpally Near Busstand Bolpur(WB)

মটরশুঁটি এই সময়ে খেতে দারুন লাগে।

কড়াইশুঁটির কচুরি(Koraisutir kochuri recipe in bengali)

মটরশুঁটি এই সময়ে খেতে দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৪জন
  1. ২কাপআটা
  2. ১ চা চামচসাদা তেল
  3. ১ চা চামচ লবণ
  4. প্রয়োজন অনুযায়ীজল
  5. ১.৫কাপমটরশুটি বাটা
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ১ চা চামচ কালো জিরে
  8. ১ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১ চা চামচসাদা জিরে গুঁড়ো
  10. ১/২ চা চামচচিনি
  11. ১ টেবিল চামচকাঁচা লঙ্কা বাটা
  12. ১ চা চামচবিট লবণ
  13. ১ চা চামচ আমচুর
  14. পরিমাণ মতসাদা তেল
  15. পরিমাণ মতঘি

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    প্রথমে আটা লবণ তেল মিশিয়ে পরিমান মতো জল দিয়ে নরম ডো বানিয়ে ঢেকে রেখে দিলাম। মটরশুঁটি এক চিমটি লবণ জলে ৩মিনিট ফুটিয়ে ঠান্ডা করে গ্ৰাইন্ড করে নিলাম অল্প জল দিয়ে ।

  2. 2

    এবার কড়াই তে তেল দিয়ে আদা লঙ্কা কালো জিরে ফোড়োন দিয়ে গুরো মশলা দিয়ে মটরশুটি বাটা দিয়ে লবণ চিনি আমচুর দেওয়ার পর ভালোভাবে নাড়াতে হবে যতক্ষন না শক্ত হয়ে গোল গোল হতে থাকবে। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

  3. 3

    এবার আটা ডো থেকে লুই আলাদা করে এক এক টা পুর করে বেলে নিতে হবে।

  4. 4

    কড়াই তে ঘী তেল দিয়ে গরম হলে একটা একটা করে ভেজে নিতে হবে।ব্যস তৈরি শীতকালিন মটরশুঁটি দিয়ে জমে যায় জলখাবারে গরম গরম কড়াইশুঁটির কচুরি ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Doyel Das
Doyel Das @cook_17768799
Udayanpally Near Busstand Bolpur(WB)
খেতে খুব ভালোবাসি।মায়ের হাতের যেকোনো রান্না বিশেষ প্রিয়।।
আরও পড়ুন

Similar Recipes