ফিস কাটলেট(fish cutlet recipe in Bengali)

সুতপা(রিমি) মণ্ডল
সুতপা(রিমি) মণ্ডল @cook_24881445
দওপুকুর

#GA4
#Week18
GA4-এর #Week18-এর ধাঁধার তালিকা থেকে আমি আজ #Fish বা মাছ বিষয়টিকে বেছে নিলাম। আর মাছ দিয়ে বানিয়ে ফেললাম একটি দারুন রেসিপি।।

ফিস কাটলেট(fish cutlet recipe in Bengali)

#GA4
#Week18
GA4-এর #Week18-এর ধাঁধার তালিকা থেকে আমি আজ #Fish বা মাছ বিষয়টিকে বেছে নিলাম। আর মাছ দিয়ে বানিয়ে ফেললাম একটি দারুন রেসিপি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ঘণ্টা৩০ মিনিট
৪-৮জন
  1. ৮ টা ভেটকি মাছের ফিলে
  2. ২ টোডিম
  3. ২-৩ টেবিল চামচলেবুর রস
  4. ১টেবিল চামচ পেঁয়াজ বাটা
  5. ১টেবিল চামচআদা বাটা
  6. ১টেবিল চামচরসুন বাটা
  7. স্বাদ মতোকাঁচা লঙ্কা বাটা
  8. ২-৩টেবিল চামচধনে পাতা বাটা
  9. স্বাদ মতোনুন
  10. স্বাদ মতোলঙ্কা গুঁড়ো
  11. ২ চা চামচগরম মশলার গুঁড়ো
  12. পরিমাণ মতোব্রেড ক্রাম্ব
  13. প্রয়োজন মতময়দা
  14. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২ঘণ্টা৩০ মিনিট
  1. 1

    প্রথমে, ভেটকি মাছের ফিলেট গুলো নুন ও লেবুর রস দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দিন।।

  2. 2

    এরপর, ধনে পাতা, পিঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ও রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নিন।।

  3. 3

    ৩০ মিনিট পর, এই পেস্ট দিয়ে মাছের ফিলেট গুলো আবার ১ ঘণ্টার জন্যে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন।।

  4. 4

    এবার, একটা প্লেটে ব্রেড ব্রেড ক্রাম্বস, ও আর একটি প্লেটে ময়দা বিছিয়ে দিন। পারলে, ব্রেড ক্রাম্বের মধ্যেও গরম মশলার গুঁড়ো,নুন ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিন।।

  5. 5

    আর ওপর একটি বাটিতে ডিম, লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।।

  6. 6

    ১ঘণ্টা পর, মাছের ফিলেট গুলোতে প্রথমে ময়দা মাখিয়ে নিন, পরে ডিমের গোলায় দিয়ে দিন। এরপর, ব্রেড ক্রাম্বসের কোট করে নিন।

  7. 7

    কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিন ও তেল গরম করে নিন। মাঝারি আঁচে ভেটকি মাছের কাটলেট গুলো লালচে করে ভেজে তুলে নিন, ও গরম গরম পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
সুতপা(রিমি) মণ্ডল
দওপুকুর
খেতে খুব একটা ভালো না বাসলেও রান্না করে খাওয়াতে ভীষন ভালোবাসি। সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। তাছাড়া বিভিন্ন সৃজন মূলক কাজে নিজেকে ব্যস্ত রাখি।
আরও পড়ুন

Similar Recipes