ম্যাজিক মশালা ভেজ পোলাও (magic mashla veg polau recipe in Bengali)

Chhanda Guha
Chhanda Guha @cook_26547648

#GA4
#week19
এবার কার ধাঁধা থেকে আমি পোলাও, কারণ পোলাও আমার ভীষণ প্রিয় এবং পছনন্দের খাবার, আর এই রেসিপি টি অসাধারণ লাগে খেতে, কোন রকম সাইড ডিশ ছাড়াও দারুণ লাগে খেতে, তেমনি মাটন, চিকেন, এগ , এবং নানা রকম কোফতা কারির সাথেও দারুণ জমে যায় , ম্যাজিক মশালা পোলাও এর রেসিপি টি রইল, অবশ্যই ট্রাই করে দেখবেন সকলে।

ম্যাজিক মশালা ভেজ পোলাও (magic mashla veg polau recipe in Bengali)

#GA4
#week19
এবার কার ধাঁধা থেকে আমি পোলাও, কারণ পোলাও আমার ভীষণ প্রিয় এবং পছনন্দের খাবার, আর এই রেসিপি টি অসাধারণ লাগে খেতে, কোন রকম সাইড ডিশ ছাড়াও দারুণ লাগে খেতে, তেমনি মাটন, চিকেন, এগ , এবং নানা রকম কোফতা কারির সাথেও দারুণ জমে যায় , ম্যাজিক মশালা পোলাও এর রেসিপি টি রইল, অবশ্যই ট্রাই করে দেখবেন সকলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩ জন
  1. ৫০০ গ্রাম বাসমতী চাল
  2. ৩ টেবিল চামচ সাদা তেল
  3. ২ টেবিল চামচ ঘি
  4. ২ টো মাঝারি পেঁয়াজ কুচি
  5. ৪ চা চামচ ম্যাগি মাশালা ই ম্যাজিক
  6. ১ টা বড়ক্যাপ্সিকাম কিউব করে কাটা
  7. ১ টা বড় টম্যাটো কিউব করে কাটা
  8. 1/2 কাপকড়াইশুঁটি
  9. পরিমাণ মতোকাজু, কিসমিস
  10. স্বাদমতোনুন , চিনি
  11. ১ টেবিল চামচ আদা বাটা
  12. ১ টেবিল চামচ রসুন বাটা
  13. প্রয়োজন অনুযায়ীদারচিনি
  14. ৪ টে লবঙ্গ
  15. ৪ টে ছোট এলাচ
  16. ১ টা বড় এলাচ
  17. ১/২ চা চামচশা জিরে
  18. ৪- ৫ টা গোল মরিচ
  19. ৩ কাপ গরম জল
  20. স্বাদ অনুযায়ীকাঁচা লঙ্কা
  21. পরিমাণ মতোধনেপাতা
  22. ১/২ চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সমস্ত উপকরণ গুছিয়ে নিতে হবে, তারপর চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা মতো, তারপর জল ঝরিয়ে নিতে হবে।।

  2. 2

    তারপর উপরোক্ত পরিমাণ অনুযায়ী একটা ফ্রাইপ্যানে সাদা তেল আর ঘী গরম করে তাতে একে, একে শা জিরে, তেজপাতা, লবঙ, দারচিনি, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ সমস্ত কিছু ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি আর কাজু বাদাম দিয়ে বাদামী করে ভেজে নিয়ে তাতে আদা, রসুন বাটা আর দু চা চামচ ম্যাগী মাশালা ম্যাজিক দিয়ে খব খুব ভালো করে কষিয়ে, জল ঝরিয়ে রাখা চাল আর হলুদ দিয়ে নেরেচেরে নিতে হবে।।

  3. 3

    এরপর একে একে কড়াইশুঁটি, ক্যাপসিকাম, টমেটো, কিসমিস, চেরা কাঁচালংকা আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে গরম করে রাখা দু কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট মতো কুক করতে হবে।।

  4. 4

    এরপর পোলাও এর চাল আধ সেদ্ধ হয়ে গেলে দু চা চামচ ম্যাগী মাশালা ম্যাজিক জলে গুলে উপরে ছড়িয়ে দিতে হবে আর স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিয়ে নেরেচেরে টিশু পেপার দিয়ে ঢেকে পেপারের উপরে হাতে করে সামান্য জলের ছিটে দিয়ে ফ্রাইপ্যানের ঢাকনাড় ছিদ্রা টা একটা কাগজ দিয়ে আটকে গ্যাসের ফ্লেম লো তে দিয়ে আবার দশ মিনিট মতো কুক করতে হবে।

  5. 5

    তারপর ঢাকা খুলে কয়েক টা কাচালংকা দিয়ে নামিয়ে নিলেই রেডি ম্যাগী মাশালা ম্যাজিক খুশবুওয়ালা ভেজ পোলাও, তারপর একটা সার্ভিং প্লেটে বেরে উপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করে গরমা গরম পরিবেশন করতে হবে নিজেদের পছন্দের সাইড ডিশ দিয়ে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chhanda Guha
Chhanda Guha @cook_26547648

Similar Recipes